পশ্চিমবঙ্গে কয়েকদিন পর শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্প চলাকালীন সময়ে রাজ্যের মহিলাদের আবেদন করতে হবে একটি প্রকল্পে তাহলে পেয়ে যাবে একইসাথে দুটি প্রকল্পের টাকা। প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট এ ঢুকবে দ্বিগুণ টাকা। আজকের প্রতিবেদনে জেনে নিন কোন প্রকল্পে, কীভাবে করতে হবে আবেদন।
Widow Scheme & Laxmi Vandir Scheme 2024
সরকারি পরিষেবা গুলো সাধারণ মানুষের কাছে সহজেই পোঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার। আগে সরকারি পরিষেবা গুলো পেতে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর থেকে দ্রুত ও সহজেই পরিষেবা গুলো পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ক্যাম্প।
Legrand Scholarship: মেয়েদের জন্য শিক্ষার সব খরচ দেবে এই প্রতিষ্ঠান, জানুন বিস্তারিত
এই ক্যাম্পে সরকারি বিভিন্ন পরিষেবা যেমন লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু, মানবিক ভাতা সহ একাধিক প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়। এছাড়া কোনো সার্টিফিকেট ভুল থাকলে তাড়াতাড়ি তার সংশোধন করা যায় এই ক্যাম্পের মাধ্যমে। আশা করা যাচ্ছে, চলতি মাসেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে আসছে দুয়ারে সরকার।
Post Office GDS Recruitment 2024: পোস্ট অফিসে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
জানানো যাচ্ছে যে, পরিবারের একজনের স্বাস্থ্য সাথী কার্ডের অধীনে থাকা সমস্ত যোগ্য মহিলারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানাতে পারবে। এছাড়া সরকার ঘোষণা করেছে, যে সকল মহিলারা বিধবা ভাতা হিসাবে ১০০০/- টাকা পাচ্ছেন তারা লক্ষ্মী ভান্ডারের ১০০০ বা ১২০০/- টাকাও পাবেন। যারা এখনও লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেননি, তারা আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত আবেদন করুন এবং প্রতি মাসে দ্বিগুণ টাকা পাওয়ার সুযোগ নিন।