Why Scam in NEET Exam 2024: এবার ডাক্তারের প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতি শুরুযেটা কেউ কখনো ভাবেনি এবার সেটাই হলো। এতদিন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষার দুর্নীতির কথা শুনে এসেছি। তবে ডাক্তারি পরীক্ষাতেও যে স্ক্যাম হতে পারে সেটা কেউ কোনদিন ভাবেনি।
কিভাবে হলো NEET UG 2024 পরীক্ষাতে স্ক্যাম ?
এবার পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বিভিন্ন ধরনের অভিযোগ গুলি হল
- প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
- নম্বরে অনিয়ম।
- নম্বর বিভাজন সঠিক হয়নি।
শিক্ষা মন্ত্রক এই বিষয়গুলিকে যদিও অস্বীকার করেনি। শিক্ষা মন্ত্রকের মতে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে যারা এই বিষয়গুলি পর্যালোচনা করবেন। সত্যি যদি এই ধরনের গন্ডগোলগুলি হয়ে থাকে তাহলে কমিটির মত অনুযায়ী শিক্ষা মন্ত্রক নতুন করে আবার পরীক্ষা নেবেন।
OBC সার্টিফিকেট এর জন্য স্থগিত রাখা হলো WBCS সহ নিয়োগ পরীক্ষা ?
ডাক্তারি পরীক্ষা এমনই একটি পরীক্ষা যেখানে যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে একটি ডাক্তারের জন্য অসংখ্য রোগীর জীবন শেষ হয়ে যেতে পারে। তাই এই পরীক্ষা খুব যত্ন সহকারে নেয়া হয়ে থাকে। কিন্তু এই পরীক্ষাতেও যদি ভুল ত্রুটি হয় তাহলে ডাক্তারদের উপর থেকে ভরসা উঠে যাবে সাধারণ মানুষের। কিন্তু তাতে সাধারণ মানুষের কিছু করারও থাকবে না।
অনেকেরই দাবি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে ভালো করে তদন্ত করা দরকার। প্রয়োজনের সুপ্রিম কোর্টের ও সহায়তা নিতে হবে।