Which Calculator Use in HS 2025: এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যা নিয়মাবলি ছিল তার কিছুটা এই বছর পরিবর্তন করা হলো। ক্যালকুলেটর নিয়ে শিক্ষা সংসদের কি এই নতুন নিয়ম? আজকের এই পোস্টে জেনে নেব বিস্তারিত।
What is the calculator used in high school?
এতদিন পরীক্ষায় গণিত বা বিজ্ঞান বিষয়ের ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হতো। তবে এবার আর তা হবে না। এবার পরীক্ষায় কোন পরীক্ষার্থী যদি ক্যালকুলেটর নিয়ে রুমে প্রবেশ করে তবে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সংসদ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সামনের চারটি সেমিস্টারের কোনোটিতেই শিক্ষক বা শিক্ষার্থী কারোরই ক্যালকুলেটর ব্যবহার করলে চলবে না।
কি কারণে এমন পদক্ষেপ নেওয়া হলো ?
হঠাৎ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নিয়মের পরিবর্তন ঘটানো হলো। এর কারণ হিসেবে সংসদ যেগুলি জানিয়েছেন সেগুলি হল
ICC Chairman 2024 Jay Shah: ICC এর নতুন চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ
- পড়ুয়াদের জ্ঞানের মান উন্নত করার জন্য।
- পড়ুয়াদের যাতে খাতায় অংক কষে বা নিজের বুদ্ধি খাটিয়ে গণিতের সমাধান গুলি করে।ফলে তাদের নিজস্ব শিক্ষার বিকাশ ঘটবে।
- ক্যালকুলেটর ব্যবহারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সমাধান গুলিও বর্তমানে অনেকের করতে সমস্যা হয়। এগুলিও ধীরে ধীরে দূর হবে।
এই নিয়মে পড়ুয়াড়া কতটা খুসি ?
- একাংশের দাবি পড়ুয়াদের এর ফলে হাতে কলমের সমস্ত কিছু শিখতে হবে। যার ফলে তাদের শিক্ষায় আরো অগ্রগতি ঘটবে।
- তবে শিক্ষক মহলের মতে এই নিয়ম পড়ুয়াদের জন্য সঠিক নয়। বেশ কিছু ধরনের গণিতের সমাধান রয়েছে যেগুলোর জন্য হাতে কলমে করতে গেলে দীর্ঘ সময় সাপেক্ষ। যার ফলে পড়ুয়াদেরকে নতুন করে একটি চাপের মুখে পড়তে হবে।
- এর ফলে পড়ুয়াদের অগ্রগতি হয়তো অতটা হতে পারবেনা।
- কারণ এবার এই নিয়মের ফলে পরীক্ষায় প্রশ্ন অনেক সহজ করতে হবে। যা উচ্চ শিক্ষার জন্য সঠিক পন্থা নয়।
HS Calculator use Notification
Notification | Download PDF |
WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |