WBCHSE Use Social Media: এবার সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Published On:

WBCHSE Use Social Media: বর্তমানে স্মার্ট হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও পিছিয়ে নেই এবার। সোশ্যাল মিডিয়ায় আসছে উচ্চমাধ্যমিক সংসদ। যাবতীয় বার্তা দেওয়া হবে ফেসবুক ও ইউটিউবে।

What is the new education policy of WBCHSE?

ছাত্রছাত্রী সহ সকলেই এখন ফেসবুক ও ইউটিউবে পড়ে থাকে। আর এটা কেই কাজে লাগাতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষা সংক্রান্ত গুরত্বপূর্ণ বার্তা গুলো ফেসবুক আর ইউটিউবের মাধ্যমেই পৌঁছে দিতে চাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার থেকে চালু হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল। যার মাধ্যমে তাদের বার্তা গুলো দ্রুত পৌঁছে যাবে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কাছে। এখানে শিক্ষা সংক্রান্ত গুরত্বপূর্ণ বার্তা ও পরীক্ষার বিষয়ে আপডেট করা হবে। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, রেজিস্ট্রেশন ইত্যাদি যাবতীয় তথ্যগুলো এই চ্যানেলে পোস্ট করা হবে।

উচ্চমাধ্যমিক সংসদের ফেসবুক ও ইউটিউব শিক্ষাদান

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, বর্তমানে বেশীরভাগ কেউ ওয়েবসাইট ফলো করে না। সকলেই ফেসবুক ও ইউটিউবে বেশি এক্টিভ থাকে। সেই কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় বার্তা গুলো পড়ুয়াদের কাছে দ্রুত পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় আসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

ইউটিউব চ্যানেল Visit
Facebook

এখন থেকে উচ্চমাধ্যমিকের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়। আগে ওয়েবসাইটে প্রকাশিত হত সবকিছু। কিন্তু এখন থেকে ওয়েবসাইট ফলো না করেও এই সোশ্যাল সাইট গুলোতে পেয়ে যাবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিশ।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad