Summer Vacation 2024: পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর রাজ্যের স্কুল গুলির জন্য গরমের ছুটি ঘোষণা করল। রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গরমের শুরুতেই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল গুলির জন্য গরমের ছুটির তারিখ ঘোষণা করা হলো। ছুটি সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।
West Bengal Summer Vacation 2024 For Govn School
Summer Vacation 2024: সম্প্রতি রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল গুলির জন্য গরমের ছুটির তারিখ ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর। শীত শেষ হতে না হতেই রাজ্যের বিভিন্ন জেলাতে গরমের দাবদাহ শুরু হয়েছে প্রচন্ডভাবে। ইতিমধ্যে প্রচন্ড গরমসহ অস্বস্তিকর পরিবেশও তৈরি হয়েছে বেশ কিছু জেলাতে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করে গিয়েছে। আর এতেই রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়ারা অস্বস্তিতে পড়েছে। যে কারণে রাজ্য সরকার প্রাথমিক প্রাথমিক স্তরের স্কুলগুলির পঠন-পাঠন সকলে করার কথা জানিয়েছিল। অবশেষে সরকারের পক্ষ থেকে গরমের ছুটির তারিখ জানানো হলো যেন ছাত্রছাত্রীরা কিছুটা হলেও প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ এবং অস্বস্তিকর পরিবেশ থেকে বেঁচে থাকতে পারে।
WB Primary Tet Academic Score Calculator For 2022 Pass : প্রাইমারি টেট একাডেমিক স্কোর ক্যালকুলেটর
কত তারিখ থেকে কত তারিখ অব্দি ছুটি থাকবে ?
Summer Vacation 2024: রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৬ই মে থেকে গরমের ছুটি শুরু হবে যা আগামী ২রা জুন পর্যন্ত চলবে। উল্লেখ্য প্রতিটি স্কুলে পড়ুয়াদের প্রথম সামেটিভ টেস্ট আয়োজিত হবে এই ছুটির আগেই। প্রত্যেক স্কুলে সামেটিভ টেস্ট সম্পন্ন হলে তবেই পড়বে গরমের ছুটি।
উল্লেখ্য রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে স্কুল গুলি ৩ই জুন অর্থাৎ শনিবার খুলবে। এর পরের দিন রবিবার অর্থাৎ চারি জুন গণনা হবে লোকসভা ভোটের ফলাফল। যদিও প্রতিবছর রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত। রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের লোকসভা ভোটের কারণে এই ছুটির সময় সীমা বাড়ানো হয়েছে। তাই এবার রাজ্যের সমস্ত প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কর্মের ছুটি শুরু হবে ৬ই মে থেকে।