WBSSC Recruitment 2024:‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে প্রায় ১২০০০ কর্মী নিয়োগ

Published On:

WBSSC Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কয়েক বছর ধরে রাজ্যে ‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে কোনো কর্মী নিয়োগ করা হয়নি। তবে, আর কিছু দিনের মধ্যেই SSC-র পক্ষ থেকে এই পদ গুলির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে।

WBSSC Group C & D Recruitment 2024

পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের (WBSSC RECRUITMENT 2024) মাধ্যমে ‘গ্রুপ-সি’ (Group C) এবং ‘গ্রুপ-ডি’ (Group D) পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হতে চলেছে। ২০১১ সালে WBSSC গঠিত হয়েছিল। সেই সময় পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে SSC মাধ্যমে ‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীকালে এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশনকে ক্লার্ক নিয়োগের দায়িত্ব এবং ‘গ্রুপ-ডি’ কর্মী নিয়োগের জন্য গঠিত হয় ‘গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড’। কিন্তু পরবর্তী সময়ে ‘গ্রুপ-ডি নিয়োগের বোর্ড’ তুলে দেওয়া হয়।

রাজ্য সরকার ২০২২ সালে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায়। এই বিলের ভিত্তিতে SSC আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়। বর্তমানে অবসরপ্রাপ্ত আধিকারিক বিবেক সহায়কে এসএসসি – এর চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। নবগঠিত এই (WBSSC Recruitment 2024)কমিশনের মাধ্যমে ‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে ১২ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে চলতি বছরে।

SVMCM Payment Start July 1st Week: জুলাইয়ের প্রথম সপ্তাহে দেওয়া শুরু হবে টাকা

জানা যাচ্ছে যে, প্রথম পর্যায়ে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ হবে ‘গ্রুপ-ডি’ পদে। ৩ হাজারের বেশি কর্মী ‘গ্রুপ-সি’ পদে নিয়োগ হতে পারে। এছাড়াও অন্যান্য নতুন পদেও কর্মী নিয়োগ করতে চলেছে এসএসসি। ‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগের ক্ষেত্রে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে লোয়ার ডিভিসান অ্যাসিস্ট্যান্ট প্রার্থীদের। প্রিলিমিনারী এবং মেইন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা গুলোই পাশ করা প্রার্থীরা ইন্টারভিউ যোগ্য হবে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad