WBPSC Fire Operator 2024 Recruitment Application Process : Check Eligibility, Syllabus, Selection and Application Process

Last Updated:

WBPSC Fire Operator 2024 : অবশেষে নিয়োগ হতে চলেছে ১ হাজার ফায়ার অপারেটর।আসন্ন লোকসভা ভোটের আগে ফের একটি নতুন ঘোষণা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।ঘোষণাটি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য।

গত বছর ডিসেম্বর মাসে মন্ত্রিসভার একটি বৈঠকে ১০০০ দমকল বিভাগের শূন্য পদের কথা ঘোষণা করা হয়। এ বছর ভোটের আগে অবশেষে নিয়োগ নিতে চলেছে সেই বিজ্ঞপ্তি।

WBPSC Fire Operator 2024 Recruitment Check Eligibility, Syllabus, Selection and Application Process Now

যদিও বর্তমানে দমকল বিভাগে প্রায় 3000 মতো রয়েছে বলে অনুমান করা যায় । পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগের চাকরিপ্রার্থীদের জন্য যেমন নির্দিষ্ট বোর্ড রয়েছে ঠিক সেভাবে দমকল বিভাগের নির্দিষ্ট কোন বোর্ড না থাকায় পরীক্ষার দায়িত্ব টি পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকেন। 

আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?

  1. যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
  2. তপশিলে জাতির জন্য রয়েছে আরও পাঁচ বছরের ছাড় এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য রয়েছে তিন বছর বয়সের ছাড়।
  3. শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট।
  4. আবেদনকারীদের অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে।

নিয়োগ পদ্ধতি

WBPSC Fire Operator 2024 :

  1. প্রার্থীদের চারটি ধাপের মধ্যেদিয়ে বাছাই করা হবে।
  2. প্রথমে হবে লিখিত পরীক্ষা।
  3. লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের নেওয়া হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট
  4. এরপরে ওই দিনে নেওয়া হবে Endurance Test 
  5. এরপর সর্বশেষ ধাপে নেয়া হবে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ। 

আরও পড়ো :: West Bengal ICDS recruitment 2024

আবেদন পদ্ধতি

WBPSC Fire Operator 2024 :

এই পদের আবেদন বা ফরম ফিলাপ এখনো শুরু হয়নি। আশা করা যাচ্ছে লোকসভা ভোটে মূল বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে চলেছে। 

বেতন কত ? 

WBPSC Fire Operator 2024 :

বর্তমানে পশ্চিমবঙ্গে দমকল কর্মীদের পে স্কেল হল 5400 টাকা থেকে 25200 টাকা। এছাড়াও রয়েছে গ্রেড পে 2600 টাকা। 

WBPSC Fire Operator Recruitment 2024 Physical Standards

CategoryHeightChest
সব বিভাগের প্রার্থী5’6″ বা 167.6 সেমি32″ বা 81.3 সেমি (2″ বা 5 সেমি প্রসারিত)
গোর্খা, গারওয়ালী, রাজবংশী এবং অন্যান্য পার্বত্য উপজাতির প্রার্থী5’3″ বা 160 সেমি32″ বা 81.3 সেমি (2″ বা 5 সেমি প্রসারিত)

Endurance Tests: সহনশীলতা পরীক্ষা

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের মাঠ বা ফিল্ড পরীক্ষা হবে।এই পরীক্ষায় থাকবে প্রথমে রান তারপরে সিডি উঠানামা।এরপর উচ্চতার মেজারমেন্ট।এবং যারা মাঠ পাশ করবে বা ফিট পাস করবে তাদের পরবর্তী ধাপ ইন্টারভিউ এর জন্য পরবর্তীতে ডেকে নেয়া হবে। দেখে নেওয়া যাক ফিল্ডে কি কি আছে।

প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত চারটি সহনশীলতা পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে:

  • 1000 মিটার দৌড় 5 মিনিটের মধ্যে
  • 20 সেকেন্ডের মধ্যে সিঁড়ি আরোহণ
  • ন্যূনতম 50 মিটারের জন্য একটানা 63.5 কেজি ওজনের একটি বালির ব্যাগ উত্তোলন ও বহন করা
  • 1 মিনিটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড সিঁড়ির তিনটি তলায় উঠে যাওয়া
  • 60 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র হাত ব্যবহার করে দড়ি আরোহণ
  • 1.22 মিটার বা তার বেশি উচ্চ লাফ।

WBPSC ফায়ার অপারেটর সিলেবাস

সাধারণ জ্ঞান ইংরেজি এবং গণিত বিষয় থেকে প্রশ্নপত্র তৈরি করা হবে।সাধারণ জ্ঞানের মধ্যেই থাকবে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স।পরীক্ষার দিনের দুই থেকে তিন মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখে রাখলে এখান থেকে কমন পাওয়া যাবে।খুব শীঘ্র ফায়ার অপারেটর পরীক্ষার মক টেস্ট দেওয়া হবে।

SubjectTopic
EnglishFundamentals of the English language-
Vocabulary
Grammar
Sentence structure
Synonyms
Antonyms
General StudiesEveryday Science
Current events, specially in India
Indian History
Indian Geography
MathDivisibility
Fractions
Decimals
Recurring Decimals
Simplification
H.C.F
L.C.M
Partnership
Average
Ratio and Proportion
Percentage
Simple Interest
Profit and Loss
Time and Distance
Area of rectangles and squares

Apply Now

আবেদনের জন্য নিচের বটনে ক্লিক করো ( এখন শুধুমাত্র অফিসিয়াল পেজটি খুলবে যখন ফরম ফিলাপ শুরু হবে তখন ফরম ফিলাপের পেজের লিংক দিয়ে দেওয়া হবে)

Click Here For Apply

বিজ্ঞপ্তিটি দেওয়া হলো

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad