WBPSC Clerkship & Miscellaneous Exam Date 2024 : প্রকাশিত হল রাজ্যের ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট । পরীক্ষার তারিখ ও সম্পূর্ণ তথ্যের জন্য, দয়া করে আজকের প্রতিবেদনটি পড়ুন।
WBPSC Clerkship & Miscellaneous Exam Date 2024
WBPSC Clerkship & Miscellaneous Exam Date 2024 : বর্তমানে অসংখ্য পরীক্ষার জন্য ফরম ফিলাপ হচ্ছে।চাকরিপ্রার্থীরা অপেক্ষায় আছে কবে কোন পরীক্ষাটি হতে চলেছে তার জন্য।পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন গত কয়েক মাস আগে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করছিল।
প্রায় কতজন পরীক্ষার্থী আবেদন করেছেন?
প্রায় ৮ লাখ ৪০ হাজার পরীক্ষার্থী ২০২৩ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন।
অনলাইন আবেদন জমা দেওয়ার পরে, চাকরিপ্রার্থীরা এখন পরীক্ষার তারিখের অপেক্ষায়। তারা দ্রুত নিয়োগের জন্য পরীক্ষার তারিখ প্রস্তুতি করার আবেগে আছেন।
Data Science & AI New Curriculum Included in HS: উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে AI ও ডেটা সাইন্স
WBPSC Clerkship & Miscellaneous Exam Date 2024 : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করে ফেলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরীক্ষা আগামী ৭ আগস্ট থেকে ১৯ আগস্ট তারিখের মধ্যে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য কমিশন নির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে। এই তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হলে, সম্ভাব্যতঃ এক মাস পূর্বে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই সময়সীমার আগেও প্রয়োজনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার সম্ভাব্য তারিখও কমিশন নিশ্চিত করেছে বলে জানা গেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রকার অসঙ্গতি এড়াতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। সেক্ষেত্রে, প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন হবে। সমস্ত প্রস্তুতির কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই কমিশন এই পরীক্ষাগুলির তারিখ ঘোষণা করবে।
প্রায় কতজন পরীক্ষার্থী আবেদন করেছেন?
প্রায় ৮ লাখ ৪০ হাজার পরীক্ষার্থী ২০২৩ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন।
সম্ভাব্য কবে হতে পারে Clerkship পরীক্ষা ?
আগামী ৭ আগস্ট থেকে ১৯ আগস্ট তারিখের মধ্যে
What is the last date for PSC Clerkship 2024?
WBPSC Clerkship 2024 Application Form exam can be filled till 29th December 2023
What is the salary of Wbpsc clerkship?
Pay for candidates ranges from Rs. 22,700 to Rs. 58,500.
Who is eligible for PSC Clerkship?
Educational Qualification: Candidates must hold a Madhyamik Certificate or equivalent from a recognized education board. Additionally, a typing speed of 20 words per minute in English and ten words per minute in Bengali is required. Age Limit: As of 1 January 2024, candidates must be between 18 and 40 years of age.
What is the full marks of PSC clerkship?
100