WBP Constable Recruitment 2024 : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বিজ্ঞপ্তি জারি হল পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ এর।আজকের এই পোস্টে আমরা দেখে নেব পরীক্ষার ধরন, সিলেবাস,নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য।
WBP Constable Recruitment 2024
WBP Constable Recruitment 2024 : যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পোস্টের জন্য সকলে আবেদন করতে পারবেন।এর জন্য কিছু নির্দিষ্ট বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার।বিস্তারিত নিচে দেওয়া হল। মহিলা পুরুষ উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন।লিখিত পরীক্ষা মাঠ এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ।আর দেরি না করে সকলে বিস্তারিত দেখে নেন।
পদের নাম
Westbengal Police Constable & Lady Constable
মোট শূন্যপদ
10255 টি ( এর মধ্যে পুরুষ হলো 7228 টি এবং মহিলা 3027 টি )
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
- অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।
- অবশ্য দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকে আবেদন করলে বাংলা ভাষা দেবা করতে না জানলেও হবে ।
WB Food SI Admit Download :: Click Now
আবেদনের জন্য বয়স
- 1 জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
শারীরিক যোগ্যতা
WBP Constable Recruitment 2024 : পুরুষ এবং মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকের শারীরিক যোগ্যতা নিম্নে দেওয়া হল।
উচ্চতা নির্ণয়
Sl. No. | Gender | Category | Height (Barefoot) (in cm.) | Weight (in kg.) | Chest (in cm) |
1. | Male | Candidates of all categories (other than Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes) | 167 | 57 | 78 cms. (without expansion) 83 cms. (with expansion – 5 cms.) |
Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes | 160 | 53 | 76 cms. (without expansion) 81 cms. (with expansion – 5 cms.) | ||
2. | Female | Candidates of all categories (other than Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes) | 160 | 49 | Not Applicable |
Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes | 152 | 45 | |||
3. | Third Gender | Candidates of all categories (other than Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes) | 163 | 52 | Not Applicable |
Gorkha, Garhwali, Rajbanshi and Scheduled Tribes | 155 | 48 |
দৌড় প্রতিযোগিতা
Sl. No. | Gender | Event for PET | Timing |
1. | Male | 1600 (sixteen hundred) meters run | 6 (six) minutes 30 (thirty) seconds |
2. | Female | 800 (eight hundred) meters run | 4 (four) minutes |
3. | Third Gender | 800 (eight hundred) meters run | 3 (three) minutes 30 seconds |
পূর্বে সরকারি কোন কাজে নিযুক্তদের দৌড় প্রতিযোগিতা
Sl. No. | Gender | Event for PET | Timing |
1. | Male | 800 (eight hundred) meters run | 3 (three) minutes 30 (thirty) seconds |
2. | Female/Third Gender if any | 800 (eight hundred) meters run | 4 (four) minutes 30 (thirty) seconds |
আবেদন পদ্ধতি
- পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপরে নির্দেশ অনুযায়ী ফর্মটি ফিলাপ করতে হবে অনলাইনে।
- এরপর নিজেদের প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করতে হবে এবং ফরম ফিলাপ সম্পন্ন হবে।
আবেদন ফি
- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 170 টাকা।
- অন্যান্যদের ক্ষেত্রে 20 টাকা।
WBP Constable Exam Pattern 2024
General Awareness and General Knowledge | 25 Marks | |
English | 10 Marks | |
Elementary Mathematics (Madhyamik standard) | 25 Marks | |
Reasoning and Logical Analysis | 25 Marks |
WBP Constable Recruitment 2024: এবার প্রিলিমিনারি পরীক্ষার্থী একটি পরীক্ষা হবে আলাদা করে মেন পরীক্ষা হবে না।
আবেদনের তারিখ
WBP Constable Recruitment 2024 : আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে এবং শেষ হবে ১৪ এপ্রিল ২০২৪ তারিখ।
Download Notification
Official Notice | Click Here |
Official Website | Click Here |