WBCS Recruitment 2024 Hold For OBC Certificate: ইতিমধ্যে হাইকোর্ট ২০১১ সাল থেকে হওয়া একাধিক OBC সার্টিফিকেট এক রকম বাতিল করেছে। কারণ হিসেবে বলা হয়েছে সার্টিফিকেটগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা হয়নি। যারা সংখ্যালঘু বাস্তবের নয় তাদেরও সংখ্যালঘু সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটি একদম অনৈতিক কাজ।
পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করল বিভিন্ন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া
বর্তমানে সব থেকে সমস্যায় পড়েছে চাকরিপ্রার্থীরা। তারা বুঝতে পারছে না তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে। তবে বিষয়টি স্পষ্ট করে দিল সরকার। OBC সার্টিফিকেটের জন্য WBCS সহ আরো অন্যান্য পরীক্ষাগুলিতে স্থগিত রাখা হলো। প্রশাসনিক সূত্রের দাবি, আদালতের নির্দেশের পর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আবারো যদি অযোগ্য প্রার্থীর ঢুকে থাকে ? SSC এর উপর ভরসা নেই যোগ্য শিক্ষকদের
কেন স্থগিত করা হলো ?
- নিয়োগের সময় যে শূন্যপদ তালিকা থাকে সেখানে সাধারণ, তফসিলি জাতি, তফসিলি জনজাতি বা OBC সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়।
- যদি সেক্ষেত্রে OBC শংসাপত্র বাতিল হয়ে যায় তাহলে তাদেরকে বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয়।
- তাই আপাতত WBCS-সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ সরকার কি করবে এখন ?
হাইকোর্টের রায়কেই সম্পূর্ণরূপে সম্মত দেবেন না। বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলায় কাজ বন্ধ রয়েছে। কোড খুললেই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন।
যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছে তাদের কি হবে ?
PSC হাইকোর্টের রায় বেরোনোর আগে থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। ইতিমধ্যে অনেকের ইন্টারভিউ হয়ে গিয়েছে।তাই আদালতের রায় এই প্যানেলের উপর আর কোনরূপ প্রভাব পড়বে না বলে অনুমান করা হচ্ছে।