WBCHSE New Syllabus HS Class 11 New Books 2024: পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সংসদ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে। এবার উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম । চলতি বছরের পড়ুয়ারাই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে। চিরাচরিত নিয়ম মেনে এই বছর আর পরীক্ষা হবে না। বর্তমানে সব থেকে সমস্যা হচ্ছে পাঠ্য বই এবং সিলেবাস নিয়ে। কারণ ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী পাঠ্য বই এখনো বেরোইনি। তাই অনেক পড়ুয়ায় বর্তমানে চিন্তিত রয়েছে।
WBCHSE New Syllabus HS Class 11 New Books 2024
চিন্তার কারণ হলো আর ছয় থেকে আট মাস পরেই হবে পরীক্ষা। সেক্ষেত্রে পাঠ্য বই এখনো না পাওয়ায় এক চিন্তার বিষয় পড়ুয়াদের মধ্যে। হাতে সময় না পেলে সিলেবাস কিভাবে শেষ হবে এই এক বড় সমস্যা । সংসদের তরফ থেকে কি জানানো হচ্ছে ? প্রকাশনা সংস্থা কি আপডেট দিচ্ছে ? কবে বাজারে বই আসতে পারে বা সরকারি যে বইগুলি দেওয়ার কথা রয়েছে সেগুলো ছাত্রছাত্রীরা কবে থেকে স্কুলে পেতে পারে ? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই পোস্টে।
উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসের নতুন বই কবে আসবে?
WBCHSE New Syllabus Books: প্রকাশকদের কথা অনুযায়ী যারা বর্তমানে বইটি লিখবেন বা লিখছেন তাদের ক্ষেত্রেও বিষয়টি নতুন। প্রথমে তাদের লেখা বইটি যাবে পর্ষদের কাছে।পর্ষদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এটিকে রিভিউ এর ভিত্তিতে সংশোধনের জন্য আনা হবে। পুনরাই দ্বিতীয়বার আবার পর্ষদের কাছে নতুন সংশোধিত বইটি পাঠানো হবে।সে ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে বইটি ছাপানোর অনুমতি পাওয়া যাবে। এই প্রক্রিয়াগুলির জন্য দুই থেকে তিন মাস বা সাড়ে তিন মাস সময় লাগবে ।
আরও জানুন :: West Bengal Gram Panchayat Syllabus 2024, Exam Pattern
প্রকাশনা সংস্থা গুলি কি জানাচ্ছে?
প্রকাশনাগুলির তরফ থেকে আরও বলা হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক হাতে পেলেও M.C.Q বা মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তর তৈরি হতে আরও তিন মাস মত সময় লেগে যাবে বলে অনুমান করা যাচ্ছে।
বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা কি করবে ?
তবে এখন প্রশ্নটা হল, যে সকল ছাত্রছাত্রীরা এই বছরে একাদশ শ্রেণীতে উঠলো তারা এখন কী করবে?
পর্ষদের তরফ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি। পাঠক্রম নিয়ে শিক্ষকদেরকে কোন নির্দেশিকা দেওয়া হয়নি। তাই কোন শিক্ষকই এ বিষয়ে কোন উত্তর দিতে পারবেন না। কারণ সিলেবাস কতটা হবে কোন পরীক্ষার জন্য কতটা পড়া প্রয়োজন এগুলি এখন কিছুই নির্ধারণ করা হয়নি। আপাতত ছাত্র-ছাত্রীদের সমস্ত আপডেট আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে যুক্ত থাকুন!