DELED Admission Open 2024: শুরু DELED কোর্সে ভর্তির আবেদন ও কলেজ তালিকা

Published On:

পশ্চিমবঙ্গের প্রাথমিক হবু  শিক্ষকতার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ সম্প্রতি ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য DELED কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি তথা প্রক্রিয়া শুরু করেছেন। কারা আবেদন করতে পারবেন?আবেদন প্রক্রিয়া,যোগ্যতা সহ ডিএলএড এর গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

DELED Admission Open 2024: শুরু হলো ডি এল এড কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া

মূলত প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ব্যক্তি শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণায়ক ডিগ্রি হল এই ডিএলএড। দু-বছরের এই কোর্স করা থাকলে তবেই প্রাথমিকে শিক্ষকতার সুযোগ পাওয়া যায়। প্রতিবছরই ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন।

ডিএলএড পড়ার জন্য হাজার হাজার প্রার্থী আবেদন করে থাকেন রাজ্যের বিভিন্ন কলেজ গুলিতে। শিক্ষার্থীদের কোর্স শেষে যে সার্টিফিকেট প্রদান করা হয় তা ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE )দ্বারা স্বীকৃত। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী প্রাইমারি পরীক্ষায় বসার জন্য নূন্যতম এই ডিএলএড কোর্স করা বাধ্যতামূলক।

আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বাদশ শ্রেণীর পরীক্ষা তথা উচ্চমাধ্যমিকে ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।
  • আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
  • তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স এবং নম্বরের ছাড় রয়েছে।

আবেদন প্রক্রিয়া

  • প্রথমেই প্রার্থীকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbbprimaryeducation.org/ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি

এই কোর্সে ভর্তির জন্য আবেদন ফি হিসেবে জেনারেল তথা অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসাবে 1000 টাকা, ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসাবে 750 টাকা এবং সংরক্ষিত তথা এসটি/এসসি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি হিসাবে 500 টাকা জমা করতে হবে। 

আবেদন ফি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে জমা করা যাবে।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

  • প্রথমেই আগ্রহী প্রার্থীদের আবেদনের ভিত্তিতে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে।
  • এরপর প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হবে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
  • নির্বাচনের ক্ষেত্রে সেরা পাঁচটি বিষয়ের নম্বরকে গুরুত্ব দেওয়া হবে।
  • যদিও প্রথম এবং দ্বিতীয় ভাষার নম্বরকে গণ্য করা হলেও, গণ্য করা হবে না পরিবেশ বিজ্ঞানের নম্বর কে।
  • এরপর অরিজিনাল ডকুমেন্টস এর ভেরিফিকেশন করা হবে শেষ পর্যায়ে গিয়ে। 
  • এরপর অরজিনাল মার্কশিট ,সার্টিফিকেট এবং পরিচয়পত্রসহ যাচাইয়ের জন্য ডাকা হবে নম্বরের মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের।
  • ডিএলএড এ ভর্তির চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর ভিত্তিতেই।
  • একমাত্র এই চূড়ান্ত মেধা তালিকায় থাকা প্রার্থীরা এই কোর্সটি করার সুযোগ পাবে।

আবেদনের শেষ তারিখ

2024-26 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা চলবে আগামী 31 শে মে 2024 পর্যন্ত

বাছাই পর্ব কখন শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে

আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলেই আবেদনকারীদের বাছাইপর্ব চলবে পুরো জুন মাস জুড়ে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাছাই পর্ব সমাপ্তি হলে নির্বাচিত প্রার্থীদের নিয়ে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু হবে জুলাই মাসের 8 তারিখ থেকে

পশ্চিমবঙ্গের ডিএলএড কলেজ তালিকা

Click Here & Download Now

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad