WB Upper Primary Recruitment 2024: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চাকরি প্রার্থীদের মুখে ফুটতে চলেছে হাসি। আট বছরের জটিলতা কাটিয়ে আপার প্রাইমারিতে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য। আশাকরা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন হাইকোর্টের নির্দেশকা গুলো।
WB Upper Primary Recruitment 2024
উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগের ক্ষেত্রে প্রচুর জটিলতা রয়েছে। বিভিন্ন দুর্নীতি দেখা দেওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া দেরি হয় এই নিয়োগ প্রক্রিয়া। কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি নিয়োগ সংক্রান্ত। দুর্নীতির জন্য অনেক শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন।
দীর্ঘকাল ধরে আপার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের মামলা চলছিল হাইকোর্টে। গত ১৮ই জুলাই এই মামলার শেষ শুনানি হয়। এই নতুন নির্দেশে জানানো হয়, কমিশনের পক্ষ থেকে ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মোট মেধাতালিকা প্রকাশিত করা হবে।
WB Administration: রাজ্য প্রশাসনে বড় পরিবর্তন, নতুন মুখ্য সচিবের দায়িত্বে IAS অফিসার!
আগেও ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ৮,৯০০ জন উচ্চ প্রাথমিক আবেদনকারীর কাউন্সিলিং করা হয়। তবে চূড়ান্ত অনিয়ম ও অস্বচ্ছতার কারণে হাইকোর্ট প্যানেলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে।
High Court Upper Primary Recruitment: হাইকোর্টের পক্ষ থেকে যা বলা হয়েছে
আগেরবার প্যানেলে থাকা ব্যক্তিদের কাউন্সেলিং করানো হলেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল। এবার তাদের পুনরায় কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে, এবং আগের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করা ১৪৬৩ জন যেন চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ না পড়ে, সেই নির্দেশনা দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে প্রার্থীদের মেধাতালিকা প্রকাশিত করতে হবে। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ কাজ শুরু করতে হবে।