আবারো যদি অযোগ্য প্রার্থীর ঢুকে থাকে ? SSC এর উপর ভরসা নেই যোগ্য শিক্ষকদের

Published On:

ইতিমধ্যে মামলা চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে একদমই ভরসা করতে পারছেন না যোগ্য শিক্ষকরা। কলকাতা হাইকোর্টের বাতিল করার লিস্ট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন শিক্ষকরা। 

WB SSC Teacher Recruitment Scame for Eligible Candidates

পরবর্তী সুনামি হতে চলেছে ১৬ই জুলাই। শীর্ষ আদালত বলেছেন যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে হবে। তবে ততদিন পর্যন্ত কারোরই চাকরি যাচ্ছে না। 

Permanent Education Number: পড়ুয়াদের নতুন পরিচয় PEN নম্বর ? কিভাবে পাবে

কি বলছেন শিক্ষকরা ?

একাংশের মতে SSC বোর্ডকে ভরসা করতে পারা যাচ্ছে না। এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন। হাইকোর্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যোগ্য যোগ্যদের আলাদা করা কোনো মতেই সম্ভব নয়। তবে সুপ্রিম কোর্টে বলেছেন সম্ভব।

শিক্ষকদের মতে যোগ্যদের যে তালিকাটি দেওয়া হবে সেটিকে সুন্দরভাবে স্পষ্ট ভাবে দিতে হবে। যাতে সেটির মধ্যে অযোগ্য প্রার্থীরা ঢুকে না থাকেন। যোগ্যতার হাতে অবশ্যই প্রমাণসহ উত্তরপত্র ওএমআর শিট তুলে দিতে হবে। 

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad