WB Primary Tet interview Suggestion 2024 : প্রাইমারি ইন্টারভিউ এর জন্য বাজার চলতি প্রচুর গাইড বই রয়েছে ।কিন্তু বইগুলিতে প্রশ্ন উত্তরের যে পর্ব সেগুলি সম্পর্কে খুব বেশি কিছু দেওয়া নেই। সেই জন্য আজকে আমাদের এই বইটি দেওয়া হলো। যেখানে প্রশ্ন উত্তর পর্বের সমস্ত কিছু পাওয়া যাবে।
WB Primary Tet interview Suggestion 2024
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার সুবিধা ও অসুবিধা-
- উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করলে যেটি প্রথম হবে সেটি হল বাংলার ঐতিহ্য নষ্ট হবে, পশ্চিমবঙ্গ হবে আবার বিভক্ত। বাংলার মানচিত্রে ভৌগলিক গত সৌন্দর্য নষ্ট হবে। উত্তরবঙ্গকে আলাদা জেলা বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি দীর্ঘদিনের প্রধানত তিনটি রূপে – গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহার, কামতাপরি।
- প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক এই বিষয়গুলিকে সামনে রেখে একটি রাজ্যকে ভাগ করার দাবী উঠতে পারে এবং সেই মতো অনেক ঘটনা ঘটেছে ইতিহাস তার সাক্ষী।
‘আমার বই’ সম্পর্কে কিছু বলতে পারবেন কি?
ক্লাস ওয়ান এবং ক্লাস টু তে বাংলা, ইংরেজি, অঙ্ক বা আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে একটি বই আছে যার নাম হল ‘আমার বই । এই বইটি শিশুদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলার জন্য এই বইতে প্রতিটি পেজে বা প্রতিটি বিষয়ে রঙিন চিত্র ব্যবহার করা হয়েছে। সুন্দর সুন্দর বক্স তৈরি করে সমস্ত বিষয় বি বিভিন্ন অনুশীলনী এই বইতে উপস্থাপন করা হয়েছে। দারুন মজাদার কবিতা, সুন্দর সুন্দর উদাহরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা এবং খেলার বিষয়বস্তু বা ইংরেজি ওয়ার্ড এই বইটিতে লক্ষ্য করা যায় ৷
WBMSC SLST Admit Card Download : Click Here
সবুজসাথী প্রকল্প সম্পর্কে একটু বলোতো?
এই প্রকল্পের অধীনে প্রতিটি বিদ্যালয়ে class x 3 xii -এর student দের cycle প্রদান করা হতো। বর্তমান নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়।
যে কোনো সরকারি বই এর শুরুতেই একটি সংবিধানের পৃষ্ঠা থাকে। সেখানে কী লেখা আছে।
ভারতের সংবিধানপ্রস্তাবনা
আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে: সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ, 1949 সালের 26 নভেম্বর, এতদ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
সমগ্র শিক্ষা মিশনে ‘ প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পেয়েছে কোন জেলা ?
বাঁকুড়া জেলা
‘ প্রমোটিং কোয়ালিটি এডুকেশন ইয়ুথ অ্যান্ড ইক্যুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ‘ ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অর্থাৎ ক্লাসরুমে শিক্ষাদানের অভিনব পদ্ধতি উদ্ভাবনের জন্য এই পুরস্কার পাচ্ছে বাঁকুড়া জেলা প্রসাসন।
সহজ পাঠের ছবিগুলি কোন পদ্ধতিতে আঁকা? অথবা সহজ পাঠের ছবিগুলো শুধু সাদা-কালো হয় কেন? অথবা লিনোকাট পদ্ধতি কি ?
® সহজ পাঠের চিত্রালংকার করেছেন নন্দলাল বসু। চিত্রালংকার সাদা কালো চিত্র এবং চিত্রায়নের কৌশলটি লিনোকাট হিসাবে পরিচিত। লিনোকাট , লিনো প্রিন্ট , লাইনো প্রিন্টিং বা লিনোলিয়াম আর্ট নামেও পরিচিত
1911 সালে “লিনোলিয়াম আর্ট” প্রথম নিউ ইয়র্ক সিটিতে চেক এমিগ্রে ভোজেচ প্রিসসিগ দ্বারা প্রদর্শিত হয়েছিল।
Linocut একটি গ্রাফিক টেকনিক, যা উচ্চ চাপ প্রক্রিয়ার কাজ করে এবং কাঠকয়টির নীতিতে অনুরূপ। কাঠ কাটার মতো একটি ল্যাঙ্গোলিয়াম প্লেটের মধ্যে একটি বিশেষ সরঞ্জাম দিয়ে সাধারণত নেতিবাচক প্যাটার্ন সাধারণত তুলনামূলকভাবে কঠিন লিনোলিয়ামের মধ্যে কাটা হয়। উপাদান সহজেই এবং কোনো দিক কাটা যাবে। সমাপ্ত নেতিবাচক প্যাটার্নটি রঙের সাথে overpainted হয় এবং তারপর কাগজে মুদ্রিত হয়। উত্থাপিত এলাকার সাথে জড়িত কালি কাগজে হস্তান্তর করা হয়। কাঠকয়লা মত, তিনি expressionist শিল্পীদের দ্বারা প্রশংসা করা হয়।
Aptitude Test মানে কী?
সবার প্রথমে অ্যাপ্টিউড টেস্ট জানার আগে আমাকে জানতে হবে অ্যাপ্টিউড মানে কী? বাংলায় বললে প্রবণতা কী? প্রবণতা হলো কোন ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে যার সাহায্যে কোন ব্যক্তি কোন কাজে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করতে পারে বা কোন পারদর্শিতা অর্জন করতে পারে সেই ক্ষমতাকে Aptitude বলে, অর্থাৎ এটি কোন ব্যক্তির একটি মানসিক ক্ষমতা। পরিষ্কার করে বললে – কোন কাজ করতে গেলে আপনি যে ক্ষমতার দ্বারা সেই কাজটি সঠিক ভাবে, সহজে, যুক্তিসঙ্গত ভাবে সম্পাদন করতে পারছেন সেই ক্ষমতাকে যখন পরিমাপ করা হবে তখনই সেটা হবে অ্যাপ্টিউড টেস্ট, অর্থাৎ আপনার প্রবণতাকে পরীক্ষা করে দেখাই হলো অ্যাপ্টিউড টেস্ট ।
প্রাইমারি ইন্টারভিউ এর জন্য একটি সুন্দর গাইড বই। WB Primary Tet interview Suggestion 2024
WB Primary Tet interview Suggestion 2024
Order NowWB Primary Tet interview Suggestion 2024 :