WB Primary TET 2022 Wrong Question List Court Case File Submit : প্রাথমিক টেটের প্রশ্নে কেনো এতো ভুল

Published On:

WB Primary TET 2022 Wrong Question List : দিন দিন যেন টেটের প্রশ্নপত্রে ভুলের পরিমাণ বেড়েই চলেছে।এবারের প্রশ্নপত্রে ২৩ টি প্রশ্ন ভুল রয়েছে বলে দাবি।সবমিলিয়ে পর্ষদের এমন কৃতকর্মে খুশি নয় হাইকোর্ট।

WB Primary TET 2022 Wrong Question List

২০২২ সালে টেট পরীক্ষার প্রশ্নপত্রের বেশ কিছু প্রশ্ন ভুলের অভিযোগ কে ঘিরে মামলা দায়ের করা হয়। আর এতেই পর্ষদের ওপর ক্ষুব্ধ হাইকোর্ট। মাত্র ১৫০ টি প্রশ্নের মধ্যে এতগুলো ভুল কি করে হয় সেই ব্যাপারে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। অভিযোগ অনুযায়ী কমপক্ষে ২৩ টি প্রশ্নে ভুল ছিল। এত ভুল কি করে হল সে বিষয়ে উঠছে প্রশ্ন।

WB Primary TET 2022 Wrong Question List : প্রাথমিকভাবে বলা হচ্ছিল মোট 13 টি প্রশ্নের ভুল রয়েছে পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় ১৫। এরপর ২১, এবং সর্বশেষ মামলা অনুযায়ী মোট ভুল প্রশ্নের সংখ্যা ২৩ টি। কি করে এত বড় গাফিলতি করতে পারে পর্ষদ? প্রশ্ন করার ক্ষেত্রে কেন নেওয়া হয়নি সতর্কতা? সেইসব প্রশ্নও উঠছে। যেখানে এই প্রশ্নের উপরে নির্ভর করে আছে হাজার হাজার কর্মপ্রার্থীর ভবিষ্যৎ সেখানে এই ধরনের প্রশ্ন তৈরীর ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন কেন করা হয়নি তা নিয়েও উঠছে প্রশ্ন।

WB Primary TET 2022 Wrong Question List : এদিকে এইসব বিতর্কিত প্রশ্নগুলি বিশেষজ্ঞদের দিয়ে দেখাতে হবে এমনই নির্দেশ দেয় আদালত। আর সেখান থেকেই বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে, এবং সাথে সাথে সঠিক প্রশ্ন কি হবে এবং তার উত্তর কি হবে সেটাও জানাতে হবে হাইকোর্টকে। সেই সঙ্গে হাইকোর্ট পর্ষদের কাছে জানতে চেয়েছে একটি পরীক্ষায় এত প্রশ্ন ভুল থাকে কিভাবে। যেখানে পরীক্ষার্থীদের দাবি ভুল প্রশ্ন থাকায় সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভব হয়নি তাদের। যারা সেই সব প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তাদেরকে সেই প্রশ্নের পুরো নাম্বার দেওয়ার আবেদন করেছে পরীক্ষার্থীরা।

HS board has changed the syllabus of vocational education 2024 : উচ্চ মাধ্যমিকে বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন

এদিকে আদালত নির্দেশ দেয় পর্ষদকে একটি তালিকা তৈরি করতে হবে এই ভুলের পক্ষে যেসব বই রয়েছে সেগুলির। সেই তালিকা অনুসারে বিশেষজ্ঞদের দিয়ে দেখাতে হবে পর্ষদকে। আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তাদের।

সবশেষে পর্ষদ বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বা দুইটি প্রশ্নের ক্ষেত্রে নয় বরং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই মতামত নেওয়া হবে। এরপর তৈরি করতে হবে লিখিত রিপোর্ট এবং সেটা জমা দিতে হবে আদালতে। এর জন্য পর্ষদ সময় পাবে পরের তিন সপ্তাহ পর্যন্ত। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ২৩ টি বিতর্কিত প্রশ্নের বাইরে অন্য কোন প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি করলে তা গ্রহণযোগ্য হবে না।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad