WB Nursing Exam Reschedule 2024: কেন পিছিয়ে গেল নার্সিং পরীক্ষা ? দেখে নাও নতুন তারিখ

Published On:

WB Nursing Exam Reschedule 2024: এই সময়ের সবচেয়ে বড় খবর রয়েছে রাজ্যের নার্সিং পরীক্ষার্থীদের জন্য। আজ প্রকাশিত হয়েছে (WBJEE) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি যেখানে পিছিয়ে দেওয়া হল নার্সিং পরীক্ষা। ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করতে চলেছিল, তারপরেও পরিবর্তিত হল পরীক্ষার তারিখ। তাহলে কবে হবে নার্সিং পরীক্ষা? দেওয়া হল নতুন তারিখ এবং বিজ্ঞপ্তিটি ডাউনলোডের লিংক। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

WB Nursing Exam Reschedule 2024

ANM & GNM New Exam Date 2024: প্রত্যেক বছর WBJEE তরফ থেকে নেওয়া হয় নার্সিং পরীক্ষা। কয়েক হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বছরের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল 14 জুলাই। কিন্তু আজ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

  • WB Nursing Exam Reschedule 2024: 4 আগস্ট 2024 রবিবার।

WBJEE Seat Matrix 2024: প্রকাশিত হল রাজ্যের ইঞ্জিনিয়ারিং/ ফার্মাসি কলেজের সিট সংখ্যা

কোন কারণে পিছিয়ে গেলো রাজ্যের নার্সিং পরীক্ষা?

WBJEE বোর্ডের পক্ষ থেকে প্রাকৃতিক দূর্যোগকে কারণ হিসাবে বলা হচ্ছে। তবে এ বিষয়ে এখন স্পষ্ট নয়। যে সকল ছাত্রছাত্রীরা WBJEE ANM GNM -এর প্রস্তুতি নিচ্ছে তারা আরও কিছুটা সময় পেলো নিজেদের প্রস্তুত করার। এছাড়া এই পরীক্ষার (WB Nursing Exam) আপডেট গুলো আগে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Download Notice

NotificationDownload Now
Websitewbjeeb.nic.in
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad