WB New Cast Certificate Rules: হাইকোর্টের নতুন নিয়ম কাস্ট সার্টিফিকেট নিয়ে

Published On:

New Cast Certificate Rules: কয়েকদিন আগেই রাজ্যে বাতিল করা হয় OBC সার্টিফিকেট। সাধারণত তিন ধরনের কাস্ট সার্টিফিকেট রয়েছে ST, SC এবং OBC। রাজ্যের যে সকল মানুষ এই ST, SC এবং OBC সার্টিফিকেট গুলোর অন্তর্গত তারা সরকারি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। স্কুল থেকে শুরু করে চাকরি পর্যন্ত রয়েছে অনেক ছাড়। বর্তমানে আপনারও কী ST, SC এবং OBC যে কোনো একটি সার্টিফিকেট রয়েছে? যদি থাকে তাহলে জেনেনিন সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের নতুন আদেশ।

হাইকোর্টের ঘোষণা

WB New Cast Certificate Rules: হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে যান সেক্ষেত্রে তিনি কাস্ট সার্টফিকেটের সুবিধা পাবেন না (New Cast Certificate Rules)। এখন থেকে অন্য রাজ্যে কাস্ট সার্টিফিকেট অবৈধ। কিছুদিন আগে কয়েকজন ব্যক্তি রাজস্থান ছেড়ে ছত্তিশগড়ে থাকতে যান এবং তারা সেই রাজ্যে তফসিলি উপজাতির মর্যাদা চেয়ে আদালতে যান। যার জন্য ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস রায় দেন, যে ব্যক্তিরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে যাবেন তারা কাস্ট সার্টিফিকেটের সুবিধাগুলি পাবেন না।

IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে চাকরির সুযোগ

নতুন সিদ্ধান্ত নেওয়ার কারণ

  • কাস্ট সম্পর্কিত মামলা চলাকালীন সময়ে আদালতের কাস্ট তদন্ত কমিটি দেখেন যে, আবেদনকারীরা জাল সার্টিফিকেট জমা করেছিলেন। 
  • আরো বলা হয়েছে বিভিন্ন রাজ্য নির্ধারণ করবে তাদের তপশিলি জাতি বা অফিসে মর্যাদা।
  • তবে এই সার্টিফিকেট গোটা দেশে প্রযোজ্য হবে না।
  • তাই একটি রাজ্যের কার সার্টিফিকেট অন্য রাজ্যের নিয়ম বিরোধী হলে সেখানে সেই সার্টিফিকেট দেখিয়ে কোনরূপ সুযোগ-সুবিধা পাওয়া যাবে না।
  • অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত ওবিসি সার্টিফিকেট দেখিয়ে দেশের অন্যান্য রাজ্যে সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। 
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad