WB Hasir Alo Project: পশ্চিমবঙ্গে এক ধাক্কায় বৃদ্ধি হল বিদ্যুতের দাম? সরকারের নতুন প্রকল্প 

Published On:

WB Hasir Alo Project: বর্তমানে দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া একটা দিনও ভাবা যায়না। স্কুলে, কলেজে, কলকারখানায় বিভিন্ন মেশিন চালাতে বিদ্যুতের প্রয়োজন। এছাড়া এই গরমে কিছুটা স্বস্তি পেতে ফ্যান,এসি চালাতেও দরকার হয় বিদ্যুতের। যার ফলে বেড়ে চলে বিদ্যুতের বিল। এই সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) চালু করেছে একটি দুর্দান্ত প্রকল্প।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই স্কিমে উপকৃত হয়েছে লক্ষাধিক মানুষ

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০২০ সালে ‘হাসির আলো’ (Hasir Alo) স্কিম (Government Scheme) চালু করা হয়। কোন টাকা ছাড়াই তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ পাবে এই স্কিমের অধীন থাকা গ্রাহকরা।  রাজ্যের অনেক মানুষ এই প্রকল্পে উপকার পেয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ‘হাসির আলো’ (Hasir Alo) স্কিমে কারা আবেদন করতে পারবে

WB Nursing Exam Reschedule 2024: কেন পিছিয়ে গেল নার্সিং পরীক্ষা ? দেখে নাও নতুন তারিখ

যে সকল বাড়িতে ব্যাবহারের জন্য ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সংযোগ তারা এই প্রকল্পের সুবিধা পাবে। বিপিএল তালিকাভুক্ত গ্রাহকরা এই প্রকল্পে আবেদন করতে পারবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন, রাজ্যের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির পাশে দাঁড়াতে এবং তাদের ওপর থেকে ইলেকট্রিক বিলের ভার কমাতে। তাহলে চলুন জেনে নিন কীভাবে করবেন আবেদন।

পশ্চিমবঙ্গ সরকারের ‘হাসির আলো’ স্কিমে (WB Hasir Alo Scheme) আবেদন করতে সঠিক ডকুমেন্টস সহ যোগাযোগ করতে হবে আপনার কাছের বিদ্যুৎ দপ্তরের অফিসে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad