ফুড এস আই পরীক্ষার জন্য কতগুলি One Liner প্রশ্ন দেওয়া হল। এখানে ভূগোল , ইতিহাস , কেমিস্ট্রি , জীবন বিজ্ঞান . ভৌতবিজ্ঞান . সংবিধান থেকে প্রশ্ন আছে। যাদের সামনে ফুড এসআই পরীক্ষা আছে তারা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখবে।
WB Food SI Exam Suggestion 2024
Food SI GK Oneliner Part 1
1.পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?
ইতালি
3.ইংরেজদের বিরুদ্ধে আগস্ট বিপ্লব কবে শুরু হয় ?
1942
4.বেলগ্রেড কোন দেশের রাজধানী ?
সার্বিয়া
স্পেনের রাজধানী -মাদ্রিদ
সুইডেনের রাজধানী -স্টকহোম
সাইপ্রাস এর রাজধানী -নিকোসিয়া
5.নীচের কোনটি জল বাহিত রোগ ?
টাইফয়েড
6.ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত
ফিলিপাইনসে
7.ব্ল্যাকবাক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
9.কোন খেলাটি সিন্থেটিক হার্ড কোর্টে অনুষ্ঠিত হয় ?
ফরাসি ওপেন
10.অমৃতা দেবী বিষ্ণোই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
বন্যপ্রাণী সুরক্ষা
11.পেপার লেস বিধানসভা কোন রাজ্যে হয়েছে ?
নাগাল্যান্ড
12.ভোক্তা সুরক্ষা আইন (Consumer Protection Act) কবে চালু হয়েছিল ?
® 1986
13.ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?
লখনউ
14. আমাদের দেহে কয় ধরনের পেশী আছে ?
3
15. ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন ?
সলোমন ডার্সন
16.নারোরা এটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর প্রদেশ
17.কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
কুমারগুপ্ত
18.জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত
উত্তরাখন্ড
19.পরমাণুতে সবচেয়ে হালকা কণা কোনটি ?
ইলেকট্রন
20.পরজীবী উদ্ভিদের খাদ্যারস শোষণকারী অঙ্গটি হল ?
হস্টোরিয়া
21.ভারতবর্ষে টাকার যোগান কারা করে ?
ভারতীয় রিজার্ভ ব্যাংক
22.কোন সালে পর্তুগীজরা গোয়া দখল করে ?
1510
১৫১০ এর মার্চে আলফান্সো দ্যা আল্বুকর্কের নেতৃত্বে গোয়াতে আক্রমণ করে পর্তুগীজেরা।
23.জেলেপ লা পাস কোথায় অবস্থিত ?
সিকিম হিমালয়
24.লাইকেন হলো এক ধরণের ___ উদ্ভিদ ?
মিথোজীবী
25.ভরসংখ্যা ভিন্ন কিন্তু পারমানবিক সংখ্যা এক হলে তাকে বলা হয় ?
আইসোটোপ
26.আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় ?
চার্লস উইলকিন্স
27.ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত ?
হায়দ্রাবাদ
28.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় ?
1948
এটি ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য পরিষদের প্রথম বৈঠকে সংস্থাটির প্রশাসনিক সংস্থা, ২৪ জুলাই ১৯৪৮ সালে অনুষ্ঠিত হয়েছিল।
29.নিম্নের কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
সুশ্রুত
30.হরপ্পা সভ্যতার শহর-রাখিগারি কোন রাজ্যে অবস্থিত ?
হরিয়ানা
31.নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড হয়েছিল ?
রাওলাট অ্যাক্ট
32.শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি ?
স্টেপিস
33.মানুষের পাকস্থলীতে নিম্নের কোন অ্যাসিড উৎপন্ন হয় ?
HCL
34.সময়ের সাথে বস্তুর বেগের হ্রাস কে কি বলে ?
মন্দন
35.দিল্লিতে প্রথম এশিয়ান গেমসে সূচনা হয় কোন সালে ?
1951
এশিয়ান গেমস ফেডারেশন (এজিএফ) কর্তৃক এ ক্রীড়া আসরটি ১৯৭৮ সাল পর্যন্ত পরিচালিত হয়। ১৯৫১ সালে ভারতের নতুন দিল্লিতে উদ্বোধনী আসরটি বসে। এশিয়ান গেমস ফেডারেশন ভেঙ্গে ফেলে ১৯৮২ সালের প্রতিযোগিতাটি এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ) কর্তৃক অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত।
36.অগ্নি নির্বাপক যন্ত্রে নিম্নের কোন গ্যাস ব্যবহৃত হয় ?
কার্বন-ডাই-অক্সাইড
37.সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
কলকাতা
সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির নাম বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নামে রাখা হয়েছে।
38.তৈমুর লঙ ভারত আক্রমন করেছিল কত সালে ?
1398
1398 খ্রিষ্টাব্দে ভারতে হিন্দু রাজা ও শাসকদের বিনাশ করতে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন। তৈমুর ভেবেছিলেন দিল্লির মুসলিম সুলতানেরা তাঁদের অধীনস্থ হিন্দুদের প্রতি অতিমাত্রায় সহনশীল ছিলেন। সিন্ধু নদী পেরিয়ে তিনি সমরখন্দ থেকে যাত্রা শুরু করেন এবং পাঞ্জাবে অবতীর্ণ হন।
39.ভারত-বাংলাদেশ জল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে ?
1996
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জল ভাগাভাগি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঠিক কুড়ি বছর আগে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।
40.তিতুমীর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
ওয়াহাবি আন্দোলন
তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি ওয়াহাবী আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন।
Food SI GK Oneliner Part 2
1.মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
অরুণাচল প্রদেশ
কর্ণাটক – বন্দিপুর জাতীয় উদ্যান
তামিলনাড়ু-পালানি হিলস জাতীয় উদ্যান
2. হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে কবে রবীন্দ্রসেতু নাম করা হয় ?
1965
3. গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
রাজস্থান -সরিষা জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ – সাতপুরা জাতীয় উদ্যান
আসাম – কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
4. নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত ?
কানাডা
5.তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখান্ড
তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট ভাগীরথী নদীর উপর অবস্থিত।
6.সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গ
সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত।
7.নিচের কোন শহরটি কৃষ্ণদেব রায় প্রতিষ্ঠা করেছিলেন?
উদয়গিরি
8.পাটলিপুত্রের প্রতিষ্ঠাতা কে?
অজাতশত্রু
পাটলিপুত্রের প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে মগধের (দক্ষিণ বিহার) রাজা অজাতশত্রু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর পুত্র উদয়ন এটিকে মগধের রাজধানী করে তোলে, যা খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী পর্যন্ত ছিল।
9.তক্ষশীলা বিশ্ববিদ্যালয় কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত ?
সিন্ধু ও ঝিলাম
10.কোনটি মেলোডি বই নামে পরিচিত ?
সামবেদ
11.নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী মুসলিম আক্রমণকারীর নাম কি?
মুহাম্মদ বিন বখতিয়ার
নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত।
12.রামচরিতমানস কোন ভাষায় রচিত একটি মহাকাব্য ?
আওয়াধি
13.কাঞ্চির বিখ্যাত কৈলাশনাথ মন্দিরটি নির্মাণ করেন ?
নরসিংহ বর্মন
14.হরপ্পাদের সমাজ ব্যবস্থা ছিল
মোটামুটি সমতাবাদী
15.সিন্ধু সভ্যতা / হরপ্পান সভ্যতার সময়কাল কত ছিল?
2500 BC – 1750 BC
16. শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
ঝিলাম
17. অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
কেরালা
18. ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিলি আছে ?
১২টি
19. ভারতীয় সংবিধান কয়টি খন্ডে বিভক্ত?
২২টি
20. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কততম সংশোধনে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র কথাটি সংযোজন করা হয়েছে ?
৪২ তম
21. টর কিসের একক ?
চাপের
তাপমাত্রা – কেলভিন
বল – নিউটন
কার্যের – জুল
22. পদ্মবিভূষণ পুরস্কার কত সাল থেকে দেয়া শুরু হয় ?
1954
23.প্রথম সম্পূর্ণ আদমশুমারি ভারত __ সালে অনুষ্ঠিত হয়।
1881
ভারতের প্রথম আদমশুমারি সম্পূর্ণ হয়েছে ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের আমলে।
24. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছে ?
1995
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা।
25. অসহযোগ আন্দোলন কবে হয় ?
1920
26.গারো-খাসি পর্বত ভারতের কোন রাজ্য অবস্থিত?
মেঘালয়
26. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?
হাইড্রোজেন
27.কোন অ্যাসিড রাবার টেক্সটাইল চামড়া এবং ইলেক্ট্রোপ্লেটিং শিল্পে ব্যবহৃত হয় ?
মিথেনয়িক অ্যাসিড
মিথেনয়িক অ্যাসিড এর ফর্মুলা – HCO2H
28.জীবাশ্ম অধ্যয়ন বিদ্যা কি নামে পরিচিত ?
প্যালিওনটলজী
29. কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমন্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ?
আর্গন
30.হাইড্রোজেন বোমা কে তৈরি করেন ?
এডওয়ার্ড টেলার
31. ছাপাখানায় কোন ধাতু ব্যবহার করা হয় ?
সীসা এবং অ্যান্টিমনি
34.পেট্রোলিয়াম কোন মিশ্রণ নিয়ে গঠিত –
হাইড্রোকার্বন
35.মানুষের শরীরে ভিটামিন কোথায় জমা থাকে?
যকৃত
36.নিচের কোনটি চর্মরোগ ?
পেল্লাগ্রা
37.হাইপারমেট্রোপিয়া আক্রান্ত ব্যক্তির জন্য,কাছাকাছি দূরত্ব হল __।
25 সেন্টিমিটারের বেশি
38.মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত –
এপিকালচার
39.নিচের কোনটি অ্যান্টিবায়োটিক নয়?
অ্যাসপিরিন
40. পক্ষী সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত ?
অর্নিথোলজি
Food SI 20 Paid Mock Test