One Portal 25 Westbengal College Apply For Admission Any Course : শিক্ষা মন্ত্রকের সহায়তায় তৈরি করা হলো এমন একটি পোর্টাল যে পোর্টাল থেকে মাত্র একবার নিজের সমস্ত তথ্য নথিভুক্ত করেই একইসঙ্গে একাধিক কলেজে ২৫ টি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আর আলাদা করে এক একটি কলেজের ওয়েবসাইটে গিয়ে বারবার আবেদন করতে হবে না ভর্তির জন্য।
WB College Admission Start 2024 One Portal
শুরু হলো কলেজে ভর্তি প্রক্রিয়া। তৈরি করা হলো রাজ্যের বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির অভিন্ন একটি কেন্দ্রীয় পোর্টাল। এটি একটি সেন্ট্রালাইজ পোর্টাল। এই পোর্টাল ব্যবহার করে একইসঙ্গে একাধিক কলেজে ২৫ টি কোর্সে আবেদন করা যাবে।
কলেজে ভর্তির নতুন পোর্টাল
ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন https://banglaruchchashiksha.wb.gov.in/ পোর্টাল অথবা সরাসরি https://wbcap.in/ পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয়ভাবেই প্রকাশ পাবে কলেজে ভর্তির মেধাতালিকা। 19 শে জুন রাজ্যের সরকার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এই নতুন পোর্টালটি চালু করলেন।
অভিন্ন পোর্টালে ভর্তির আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- উচ্চ মাধ্যমিক পাস করা সকল শিক্ষার্থী এই পোর্টালে আবেদন করে কলেজে ভর্তি হতে পারবে।
- প্রথমে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই পোর্টালে।
- এরপর যে যে তথ্য চাওয়া হবে সমস্ত কিছু দিতে হবে।
- নিজের প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- প্রোফাইল বানানোর সম্পূর্ণ হলে তার পরবর্তী পর্যায়ে একাধিক কলেজ আবেদন সাবমিট করতে পারবে।
- মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকা কেন্দ্রীয় পোর্টালে কলেজগুলি আপলোড করবে।
- এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে।
পছন্দ হয়নি নম্বর ? রেজাল্ট ফিরিয়ে দিয়ে পুনরায় দিতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক
কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন
কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪ শে জুন থেকে এবং চলবে ৭ই জুলাই পর্যন্ত। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হলে তাকে ২৪ জুন থেকে ৭ জুলাই এর মধ্যে করতে হবে।
কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালের মাধ্যমে হবে না
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- স্বশাসিত কলেজ
- সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান
- ল কলেজ
- চারুকলা সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
- ইঞ্জিনিয়ারিং
- ফার্মাসি বা নার্সিং কলেজ
- বেসরকারি কলেজ
- এই সকল বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির জন্য এই পোর্টাল ব্যবহার করা যাবে না।
First KYC Update in Ration Card: রেশন কার্ড আপডেটের শেষ তারিখ এই মাসেই
এই পোর্টালের সুবিধা
- শিক্ষার্থীদের কলেজে আবেদন করতে সময় কম লাগবে।
- মাত্র একটি কলেজের ভর্তি ফি লাগবে।
- দেখা গেল কেউ একটি কলেজে ভর্তি হয়ে গিয়েছে, পরবর্তীতে অন্য আরেকটি কলেজের সে ভর্তি হতে চাইছে। সেই কলেজের ভর্তি ফি যদি পূর্বের কলেজের ভর্তি ফি থেকে বেশি হয় তাহলে শিক্ষার্থীকে অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে। অন্যদিকে পূর্বের কলেজে থেকে নতুন কলেজে ভর্তি ফি কম হলে শিক্ষার্থীকে টাকা ফেরত দেয়া হবে।
- একসঙ্গে যত গুলি কলেজে আবেদন করবে তত গুলি কলেজে টাকা পেমেন্ট করতে হবে না প্রথমেই।
- শুধুমাত্র যে কলেজে ভর্তি হবে সেই কলেজেই আবেদনের জন্য টাকা পেমেন্ট করতে হবে।