পশ্চিমবঙ্গের কিছু নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুযোগ। পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি। আবেদন শেষ 10 ই আগস্ট তারিখে। আজকের এই পোস্টে জানবো বিস্তারিত।
What is the salary of CID officer in West Bengal?
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে টেকনিক্যাল যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করা হবে। পুরুষ বা মহিলা উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবে। আবেদন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে করতে পারব।
WB ICDS Recruitment 2024: এই জেলাতে চলছে ICDS অঙ্গনওয়াড়ি নতুন কর্মী নিয়োগ
পদের নাম
পদের নাম | শূন্যপদ |
Mobile Forensic Expert | 02 |
Network Forensic Expert | 01 |
Malware Forensic Expert | 01 |
Cloud Forensic Expert | 02 |
Crypto Analysts | 01 |
Disk Forensic Expert | 02 |
- শিক্ষাগত যোগ্যতা ::
- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্সে IT, M.Tech, BCA অথবা MCA বা টেকনিক্যাল বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে।
- মাসিক বেতন :: উক্ত পদগুলিতে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১.৫ লক্ষ টাকা।
আবেদন পদ্ধতি ::
- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
How do I join WB CID?
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো