WB BIS Staff Recruitment Apply Now: কিভাবে হওয়া যায় ক্রেতা সুরক্ষা কর্মী ? শুরু আবেদন

Published On:

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ। যোগ্যতা অনুযায়ী আজ এ আবেদন করুন।কি কি যোগ্যতা প্রয়োজন ? আবেদন পদ্ধতি ? শূন্য পদ ? সকল তথ্যই আজকের এই পোস্টে। 

WB BIS Staff Recruitment Apply Now 2024

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর দেরি না করে আজই অনলাইনে আবেদন করে ফেলুন। আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের কলকাতায় এই বিভাগের বেশ কিছু শূন্য পদ রয়েছে। ভারতের বা পশ্চিমবঙ্গের যে কোন নাগরিক এই পদের জন্য আবেদনযোগ্য। পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে।তবে রয়েছে কিছু গুলি শর্ত।আসুন এক নজরে দেখে নেয়া যাক বিস্তারিত। 

  • Employment No :: 01(YP)/2024/ERO
  • পদের নাম :: ERO & Catering
  • মোট শূন্যপদ :: 8 টি।

শিক্ষাগত যোগ্যতা

  • যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিকে ৬০% এবং উচ্চমাধ্যমিকে ৬০% নাম্বার থাকতে হবে। 
  • সেই সঙ্গে স্নাতক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রী অর্জন করে থাকতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ।
  • মাসিক বেতন :: দুবছরের চুক্তির ভিত্তিতে মাসিক ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
  • বয়সসীমা :: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ২ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি

  • ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • এরপর লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং সাবমিট করতে হবে।

WBCHSE HS New Textbook 2024-25:প্রকাশিত হলো একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন পাঠ্য বই।

আবেদনের শেষ তারিখ

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ জানানো হয়নি। তাই, চাকরিপ্রার্থীরা যত দ্রুত সম্ভব এখানে আবেদন করে ফেলুন।

Get NotificationDownload Now
Official WebsiteApply Now
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad