BEST ENGINEERING COLLEGE IN WEST BENGAL : এনআরআইএফ এর তালিকাভুক্ত রাজ্যের সেরা পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জেনে নিন এক্ষুনি।
Best Engineering College In West Bengal 2024
সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর স্বাভাবিকভাবেই অনেক ছাত্র-ছাত্রীই উৎসাহিত হবে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। মেধার দিক থেকে এখন অনেকটা এগিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। রাজ্যের শিক্ষাগত খ্যাতি সেই প্রাচীন যুগ থেকেই চর্চিত। পশ্চিমবঙ্গে রয়েছে অনেক খ্যাতিসম্পন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। সেই সমস্ত কলেজে পড়ানো হয় কম্পিউটার সাইন্স ,মেকানিক্যাল, সিভিক ইঞ্জিনিয়ারিং ,ইলেক্ট্রিক্যাল ,ইলেকট্রনিক্স প্রভৃতির মতো বিষয়গুলি। বেশিরভাগ কলেজগুলিতেই উন্নত মানের ল্যাবরেটরির সাথে সাথে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুযোগ রয়েছে।
শুধুমাত্র মাধ্যমিক পাশেই জলবিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ: NEW RECRUITMENT IN NHPC LIMITED 2024
পশ্চিমবঙ্গের এমনই পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলি এনআইআরএফ এর তালিকাভুক্ত রয়েছে
পড়ুয়ারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রয়োগ শিখে থাকেন কলেজগুলিতে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিশেষ জোর দেওয়া হয় একাডেমিক দক্ষতার পাশাপাশি সামগ্রিক উন্নয়নের উপরেও। কলেজগুলিতে কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয় শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে। আজকের এই প্রতিবেদনে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাংকিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ এর অন্তর্ভুক্ত পাঁচটি সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের কথা আলোচনা করা হবে। এই তালিকায় সেইসব কলেজকে রাখা হয়েছে যারা গবেষণা এবং উদ্ভাবনের উপর জোর দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ ছাপ রেখেছে। নিম্নে এনআরআইফ এর তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের পাঁচটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের কথা আলোচনা করা হলো-
(1) আইআইটি খড়গপুর (Indian Institute of Technology, Kharagpur) :-
পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় সর্বপ্রথম যে কলেজের নাম উঠে আসে তা হলো আইআইটি খড়্গপুর। এনআইআরএফ এর তালিকায় ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে আইআইটি খড়গপুর।
Visit Now :: Click Here
(2) আইআইইএসটি শিবপুর(Indian Institute of Engineering Science and Technology, Shibpur):-
ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, শিবপুর ভারতের প্রাচীনতম ও অগ্রণী ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। এই কলেজটি শিবপুর বিই কলেজ নামে পরিচিত। এনআইআরএফ এর তালিকায় 20 তম স্থানে রয়েছে আইআইইএসটি শিবপুর।
Visit Now :: Click Here
(3) এনআইটি দুর্গাপুর (National Institute of Technology Durgapur):-
ভারতের সবচেয়ে প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে অন্যতম হলো এনআইটি দুর্গাপুর। এর ক্যাম্পাসটি তৈরি হয়েছে 187 একর জমির উপর। এনআইআরএফ এর তালিকায় 30 তম স্থানে রয়েছে এনআইটি দুর্গাপুর।
Visit Now :: Click Here
(4) আইইএম কলকাতা ( Institute of Engineering And Management, Kolkata):-
আইইএম কলকাতা রাজ্যের প্রাচীন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলির মধ্যে সবার প্রথমে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি 1889 সালে তৈরি হয়েছিল। আইইএম কলকাতা বিশ্ববিদ্যালয় 79 তম স্থানে রয়েছে এনআরআইএফ এর তালিকায়।
Visit Now :: Click Here
(5) বিআইটি হলদিয়া(Bengal Institute Of Technology,Haldia):-
রাজ্যের সেরা পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে হলদিয়ায় অবস্থিত বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় টি এনআরআইএফ এর তালিকায় ভারতবর্ষের মধ্যে 91 তম স্থানে রয়েছে।
Visit Now :: Click Here