Kohli & Rohit Retirement: T20 বিশ্বকাপ জিতে অবসর বিরাট কোহলি এবং রোহিত শর্মার

Last Updated:

Virat Kohli & Rohit Sharma National & International T-20 Retirement : ম্যাচের শেষে জয়ী হয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা T20 তে নবীন ক্রিকেটারদের জন্য স্থান করে দিলেন। T20 বিশ্বকাপ থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

ভারতের দুই তারকা ক্রিকেটারের একসঙ্গে অবসর গ্রহণ T-20 বিশ্বকাপে

ভারতীয় টি-টোয়েন্টি দলের জার্সিতে আর দেখা মিলবে না দুই তারকার। তারা জানিয়ে দিলেন অবসর নেওয়ার এটাই সঠিক সময়। গোটা দেশবাসী কল্পনাও করতে পারেনি হঠাৎ করে এরকম কিছু ঘোষণা করা হবে ম্যাচের শেষে।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন ২০২৪ সালের ২৯ শে জুন

গোটা দেশবাসী একদিকে T-20 বিশ্বকাপ জয়ের আনন্দ করলেও মনের মধ্যে থেকে গেল একটি দুঃখ। আর দেখা মিলবে না দুই তারকা ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি আগে 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ICC টুর্নামেন্ট জিতেছিল। কিন্তু সেটাই ছিল ভারতের শেষ আইসিসি ট্রফি জেতা। 

ঠিক সাত মাস আগে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটে। কিন্তু গতকাল এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম থেকে ভারতীয় পারফরমেন্স দুর্দান্ত ছিল। সর্বশেষে ফাইনাল ম্যাচটিও জিতল ভারত। কিন্তু গতকাল ম্যাচ জেতাটা যতটা বড় খবর তার থেকেও বড় একটি খবর ঘোষণা করার জন্য অপেক্ষা করছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা। 

Virat Kohli & Rohit Sharma National & International T-20 Retirement : প্রথমে জার্সি গায়ে বিরাট কোহলি ঘোষণা করেন T20 থেকে এটাই তার অবসরের সময়। এরপরে সাংবাদ মাধ্যমের সামনে এসে রোহিত শর্মা ও অবসরের কথা ঘোষণা করেন। দুজনেই বলেন এবার তরুণ প্রজন্মদের জন্য স্থান ছেড়ে দিতে হবে। 

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad