পরীক্ষা হলো জুন মাসের মঙ্গলবার অর্থাৎ ১৮ই জুন।কিন্তু তারপরে তিনি অর্থাৎ বুধবার রাত্রে NTA এর তরফ থেকে পরীক্ষাটি বাতিল করা হয়।যেখানে পরীক্ষার্থীরা রেজাল্টের আশায় বসে ছিলসেখানে হঠাৎ করে পরীক্ষা বাতিল কেন করা হলো ? জানবো বিস্তারিত।
UGC – NET June 2024 Exam CBI Investigation
সুপ্রিম কোর্টে NTA এর উপর NEET পরীক্ষার একটি কেশ ইতিমধ্যে চলছে। পরীক্ষায় দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে অনেকেই। তবে দুদিন আগে হওয়া NET পরীক্ষার উপরও কোন গুরুত্ব দেয়নি NTA সংস্থা। বুধবার রাত্রে সরাসরি জালিয়াতি শব্দ ব্যবহার না করলেও একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পরীক্ষাতে দুর্নীতি হয়েছে এবং পরীক্ষাটি বাতিল করে দেয়া হয়েছে।
পছন্দ হয়নি নম্বর ? রেজাল্ট ফিরিয়ে দিয়ে পুনরায় দিতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক
NTA-র তরফে ঠিক কী বলা হয়েছে?
- বুধবার রাত্রে NTA একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে
- গোটা দেশে ১৮ই জুন দুটি শিফটে অফলাইনে OMR মুডে পরীক্ষা হয়েছে।
- কতগুলি সেন্টারে গোলযোগের কথা জানতে পারে সংস্থা।
- পুনরায় নতুন করে পরীক্ষা নেয়া হবে।
- এই সংক্রান্ত তথ্য পরে আরো বিস্তারিত জানানো হবে।
- বোর্ডের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
- বোর্ডের তরফে প্রথমে বলা হয়েছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।
- সমস্ত বিষয়টিকে CBI তদন্তের নির্দেশ দিয়েছে।
- পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু বলতে পারা যাবে না।