UGC-NET Answer Key Challenge: কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন?

Published On:

UGC NET 2024 পরীক্ষা হয়েছিল গত আগস্ট মাসের 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। মোট বিষয় সংখ্যা ছিল 83 টি।ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে।তবে এবার প্রশ্ন যারা রেজাল্টের সন্তুষ্ট নয় তারা কিভাবে উত্তরপত্র চ্যালেঞ্জ করবে ?

UGC-NET Answer Key Challenge 2024

UGC-NET পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যারা উত্তরপত্র চ্যালেঞ্জ করতে চাই তাদের  শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা দিতে হবে। 

Join Your Whats App: নিজের জেলার প্রকাশিত সরকারি নিয়োগের নোটিফিকেশন

কিভাবে করবে উত্তরপত্র চ্যালেঞ্জ ?

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • UGC-NET পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যেতে হবে।
  • হোমপেজে ‘LATEST NEWS’ আছে। তার পাশেই আছে ‘Click Here to Answer Key challenge for exams dated 21st, 22nd and 23rd August 2024’। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • নয়া একটি পেজ খুলে যাবে। ওই পেজের উপরের দিকেই ‘Answer key challange for exams dated 21st, 22nd & 23rd August 2024 is Live’ আছে। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে ‘Submit’-তে ক্লিক করতে হবে।
  • নতুন যে পেজ খুলে যাবে, তাতে ‘View Answer Sheet’-তে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Challenge’ বাটনে। তাহলে পরপর ‘প্রভিশনাল অ্যানসার কি’ দেখাবে। 
  • প্রশ্নের পাশে যে ID আছে, সেটা হল NTA-র তরফে দেওয়া সঠিক উত্তর। যদি আপনি কোনও প্রশ্ন চ্যালেঞ্জ করতে চান, তাহলে অন্যান্য যে যে অপশন আইডি আছে, তার পাশে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে।
  • যদি নিজের চ্যালেঞ্জের স্বপক্ষে কোনও নথি আপলোড করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। ‘Choose File’-তে ক্লিক করতে হবে। আর ওই নথি আপলোড করতে পারবেন।
  • নিজের পছন্দমতো অপশন বেছে নিয়ে ‘Submit and Review Claims’-তে ক্লিক করতে হবে। ‘Final Submit’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • চাকরিপ্রার্থীদের ‘Pay Now’ অপশন ক্লিক করতে হবে। আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা UPI-র মাধ্যমে টাকা দিতে হবে প্রার্থীদের।

UGC-NET Answer Key Challenge Official Site

WebsiteClick & Challange
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad