Top 9 Govn Job Apply in July 2024: বর্তমানে কোন কোন চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে

Published On:

Top 9 Govn Job Apply in July 2024: যেসব চাকরিপ্রার্থীরা বর্তমানে সরকারী চাকরি খুঁজছেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য। বর্তমানে চলছে ৯ টি চাকরির ফর্ম ফিলাপ। দেখে নিন কোন চাকরির জন্য আপনি যোগ্য। কীভাবে আবেদন করবেন, কবে আবেদন শুরু, কবে শেষ সহ বিস্তারিত তথ্য গুলো জেনে নিন।

SSC MTS Recruitment 2024

মোট শুন্যপদ রয়েছে প্রায় আট হাজার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। মাসিক বেতন ১৮,০০০ টাকা। ১৮ থেকে ২৭ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৪।

IBPS Clerk Recruitment 2024

মোট শুন্যপদ রয়েছে  ৬১২৮ টি। বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস।  মাসিক বেতন ৪১,০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৪।

Block Development Recruitment 2024:  ব্লক উন্নয়ন অফিসে সুপারভাইজার পদে  চাকরি!

Civil Court Calcutta Recruitment 2024

স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা চলছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। শুরুতে মাসিক বেতন২২,০০০ টাকা। বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৪।

SSC CGL Recruitment 2024

মোট শুন্যপদ রয়েছে ১৭৭২৭ টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২৪। সম্পূর্ণ তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

District Court Recruitment 2024

স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, সামন বাইলিফ প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। মাসিক বেতন ২৪,০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৪।

SSC Stenographer Recruitment 2024

স্টেনোগ্রাফার গ্রেড সি এবং বিপদে কর্মী নিয়োগ করা হবে। শুরুতে মাসিক বেতন ৩৫,৪০০ টাকা। আবেদন প্রক্রিয়া চলবে ২৪ শে জুলাই অবধি। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Railway NTPC Recruitment 2024

বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। মাসিক বেতন রয়েছে ৩৬,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কিছু পদে আবেদন করতে স্নাতক পাশ এবং কিছু পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসে।

  • Official Website:

India Post Office Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য। GDS, BPM, ABPM প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জুলাই ২০২৪ থেকে।

PNB Apprentice Recruitment 2024

মোট শূন্যপদ রয়েছে ২৭০০টি। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। স্টাইপেন্ড থাকবে, ১০০০০ টাকা থেকে ১৫০০০ টাকা। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ জুলাই ২০২৪ পর্যন্ত।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad