জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় Jio, Airtel ও Vodafone সহ দেশের জনপ্রিয় টেলিকম সংস্থাগুলো।
কিন্তু BSNL তাদের কম টাকার প্ল্যানগুলো অপরিবর্তিত রেখেছে। যার ফলে সাধারন মানুষ তাদের সিমটি কে BSNL এ পোর্ট করাচ্ছে। এর মাঝেই শোনা যাচ্ছে যে বিএসএনএলের সাথে টিসিএসের নাকি ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। এই দুই সংস্থা এক হাজার গ্রামে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
TATA Group Invest in BSNL 2024
বর্তমানে জিও ও এয়ারটেল এই দুই টেলিকম কোম্পানি দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং গ্রাহকদের পছন্দের। তবে এখন এই কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করায় গ্রাহকরা BSNL-এর দিকে ঝুঁকছে। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাছে যার ফলে পড়তে চলেছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। ভারতের চার জায়গায় ডেটা সেন্টার তৈরি করে টাটা, যা সাহায্য করবে ৪জি পরিষেবাকে আরও বৃদ্ধি করতে । বিএসএনএল দেশে ১০ হাজারের কাছাকাছি ইনস্টল করেছে ৪জি নেটওয়ার্ক। যা ১ লক্ষ পর্যন্ত বাড়ানোর উদ্দেশ্য তাদের রয়েছে।
BSNL RECHARGE PLAN 2024 LIST: রিচার্জ করুন অতি সস্তায়, দেখে নিন BSNL-এর প্ল্যানগুলি
ভোডাফোন, এয়ারটেল, জিও সমস্ত প্ল্যানের দামা বাড়ালেও বর্তমানে BSNL তাদের সস্তার রিচার্জ প্ল্যানই চালু রেখেছে। গ্রাহকরা কম খরচে পেয়ে যাচ্ছে দারুন পরিষেবা। ফলেই চাহিদা বাড়ছে BSNL-এর। এইরকম অবস্থায় বিএসএনএল এবং টাটা এই দুই সংস্থা সত্যিই চুক্তিবদ্ধ হলে, বাকিরা প্রবল চাপের মধ্যে পড়তে চলেছে।