আজ তথা পাঁচই সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তরুনের স্বপ্ন প্রকল্পের ট্যাবের জন্য যে অনুদান দেওয়ার কথা ছিল তা আজকে দেওয়া হবে না। কি কারনে দেওয়া হবে না এবং পরবর্তীতে কবে দেয়া হবে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।
Tarun Er Swapno Scheme Postpone 2024
আজ তথা 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তরুণের স্বপ্ন প্রকল্পের অনুদানের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিশেষ কিছু কারণে তা স্থগিত রাখা হলো। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সমস্ত ট্রেজারিগুলিতে টাকা পাঠানোর স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ঠিক কারণে এমন সিদ্ধান্ত নেয়া হলো শেষ মুহূর্তে?
এই প্রকল্প চালু করার কারণ?
- প্রকল্পটি চালু করা হয়েছিল করনা আবহে লকডাউনের সময় পঠন-পাঠনের উদ্দেশ্য।
- সেই সময় অনলাইনে পঠন পাঠন হওয়ায় শিক্ষার্থীদের মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
- এই প্রকল্পের জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Online transactions: UPI এর মাধ্যমে লেনদেন সতর্কতা গুলো মানতে হবে
২০২৪ সালে বরাদ্দ অনুদানের পরিমাণ কত?
- রাজ্যে মোট ট্রেজারি 47 টি।
- মোট অনুদান 1333 কোটি 57 লক্ষ 90 হাজার টাকা।
কি কারনে স্থগিত রাখা হচ্ছে ?
- অফিসিয়াল কোন তথ্য প্রকাশ করা হয়নি।
- শিক্ষা দপ্তরের মতে কিছু প্রশাসনিক কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।
- তবে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতি অর্থাৎ RG Kar ঘটনার করণেই উত্তাল পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত।
কবে অনুদান দেওয়া হবে?
- অফিসিয়াল কোনো তথ্য দেওয়া হয়নি।আমরা পরবর্তী আপডেট পেলে জানিয়ে দেব।