SSC Group- C Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশেই চাকরি! SSC -র মাধ্যমে হবে নিয়োগ

Published On:

SSC Group- C Recruitment 2024: সকল ভারতীয় উচ্চ মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে Staff Selection Commission (SSC) এর পক্ষ থেকে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মহিলা ও পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তাহলে চলুন জেনেনিন আবেদন পদ্ধতি, শূন্যপদ, যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

SSC Group C Recruitment 2024 Apply Online

  • নিয়োগ সংস্থাঃ Staff Selection Commission (SSC)
  • পোস্টের নামঃ এখানে স্টেনোগ্রাফার গ্রেড- সি ও গ্রেড- ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
  • মোট শুন্যপদঃ এখানে ২০০৬টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ!

  • বয়সসীমাঃ ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী স্টেনোগ্রাফার গ্রেড- সি পদে আবেদন করতে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং স্টেনোগ্রাফার গ্রেড- ডি পদে আবেদন করতে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
  • বেতনঃ এই পদে (SSC Group- C Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে কেন্দ্রীয় সরকারের পে স্কেল অনুযায়ী।
  • যোগ্যতাঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের স্টেনোগ্রাফি অবশ্যই জানতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য।
  • আবেদন ফিঃ আবেদন মূল্য হিসাবে ১০০/- টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে, মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
  • নিয়োগ পদ্ধতিঃ দুটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথম ধাপে রয়েছে Computer Based Examination (CBE) পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপের Skill Test (Stenography Test) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

SSC Group C Recruitment 2024 Syllabus

SubjectNumber
English 100
GI & Reasoning50
General Awareness50
২ ঘণ্টার মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েসে। একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

How to Apply SSC Group C Recruitment 2024

  • আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • অফিসিয়াল এই www.ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। One Time Registration করতে হবে।
  • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, পূর্বে যে সকল প্রার্থীদের রেজিস্ট্রেশন করা রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর বর্তমানে নতুন ওয়েবসাইটে কাজ করবে না। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Last Date SSC Group C Recruitment 2024

আবেদন শুরুবর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।
আবেদন শেষ১৭ আগস্ট ২০২৪ তারিখে।
আবেদন সংশোধন২৭ শে আগস্ট থেকে ২৮ শে আগস্ট পর্যন্ত।

SSC Group C Recruitment 2024 Apply Online

Download NotificationDownload
Apply NowClick Here
LoginClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad