SSC GD Exam Crack 2024: কেন্দ্র সরকারের বিভিন্ন বাহিনীতে চাকরির জন্য প্রার্থীদের SSC GD পরীক্ষায় বসতে হয়। SSC GD পরীক্ষার মাধ্যমে ভারতের বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে বিপুল সংখ্যক শূন্যপদের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে পরীক্ষায় বসার জন্য। কিন্তু অনেকই জানেনা কতগুলো বাহিনীতে নিয়োগ হয়, কোন যোগ্যতা গুলো থাকতে হবে সহ বিস্তারিত। তবে আজকের প্রতিবেদনে SSC GD সম্পর্কিত যাবতীয় বিষয়ে আলোচনা করা হলো, তাই দেরি না করে জেনেনিন।
SSC GD Exam Crack 2024 Details
SSC GD ফুল ফর্ম কি?
স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)।
SSC GD Exam বলতে কি বোঝায়?
ভারতীয় বিভিন্ন কেন্দ্র বাহিনীতে Constable পদে চাকরি পেতে যে পরীক্ষা দিতে হয় সেটি SSC GD এর দ্বারা অনুষ্ঠিত হয়।
নিম্নলিখিত এই কেন্দ্র বাহিনী গুলোতে নিয়োগ হয়:
- Border Security Force (BSF)
- National Investigation Agency (NIA)
- Sahastra Seema Bal (SSB)
- Central Industrial Security Force (CISF)
- Central Reserve Police Force (CRPF)
- Indo Tibetan Border Police (ITBP)
- Secretariat Security Force (SSF)
- Rifleman (Assam Rifles)
SSC GD Eligibility: যে যোগ্যতা সম্পন্ন হতে হবে
- এখানে অর্থাৎ SSC GD -তে মাধ্যমিক পাশ সকল ভারতীয় চাকরি প্রার্থী আবেদনের যোগ্য।
- আবেদনে ইচ্ছুক সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়া অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে:
- ৫ কিমি দৌড় ২৪ মিনিটে সম্পন্ন করতে হবে।
- ১৭০ সেমি উচ্চতা সম্পন্ন পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:
- ১.৬ কিমি দৌড় ৮:৩০ মিনিটে সম্পন্ন করতে হবে।
- ১৫৭ সেমি উচ্চতা সম্পন্ন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে।
তবে, এক্ষেত্রে এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থীদের বিশেষভাবে ছাড় আছে।
SSC GD Exam Pattern: নিয়োগ প্রক্রিয়া
প্রতি বছর নিয়োগের জন্য ১০০ টাকায় ফর্ম পূরণ ও ডকুমেন্ট আপলোড করতে হয় স্টাফ সিলেকশনের ওয়েবসাইটে। এরপর এডমিট কার্ড নিয়ে নির্ধারিত দিনে পরীক্ষা দিতে হয়।
কয়েকটি ধাপের মাধ্যমে SSC GD Exam হয়ে থাকে। সেগুলো হলো –
- Computer – Based Examination (CBE)
- Physical Efficiency Test (PET)
- Physical Standard Test (PST)
- Detailed Medical Examination (DME)
এই ধাপ গুলোতে উত্তীর্ণ প্রার্থীদের সঠিক বাহিনীতে নিয়োগ করা হয়।
SSC GD Exam Crack 2024 Details
- অফিসিয়াল ওয়েবসাইট: https://ssc.gov.in/