SSC CHSL 2024 : এসএসসিতে 3712 টি শূন্যপদে কর্মী নিয়োগ , জেনে নিন আবেদন পদ্ধতি
SSC CHSL 2024 Notification Out for 3712 Vacancies
SSC CHSL 2024 : রাজ্যজুড়ে চাকরি প্রার্থীদের জন্য আবার একটি সুখবর প্রকাশিত হয়েছে এসএসসির পক্ষ থেকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আবেদন প্রার্থীরা অনলাইন মারফত করতে পারবেন আবেদন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২রা এপ্রিল যা চলবে ১লা মে পর্যন্ত। আবেদন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
মোট শূন্যপদ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট 3712 টি শূন্যপদের কথা জানানো হয়েছে।
যোগ্যতা
যারা আবেদন করতে চান তাদের নূন্যতম উচচমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদন এ ইচ্ছুক প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ বয়স ২৭ বছর এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিতদের জন্য বয়স এর ছাড় রয়েছে।
আবেদন মূল্য
জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা প্রদান করতে হবে। তবে মহিলা এবং সংরক্ষিত প্রাচীরের জন্য কোনরূপ আবেদন মূল্য প্রদান করতে হবে না।
SSC Jobs Recruitment 2024 : প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে এসএসসির মাধ্যমে
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন এর জন্য প্রথমেই SSC এর অফিসিয়াল ওয়েবসাইট (ssc.gov.in) এ ভিজিট করে SSC CHSL অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- এরপর নিজের সব তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- এরপর আবেদনকারীর সই এবং পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
- এরপর নির্দিষ্ট আবেদন মূল্য সহ ফর্মটি ভালো ভাবে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি স্ক্রিনে আসবে সেটি প্রিন্ট আউট করে পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিতে হবে।
SSC CHSL 2024 Important Dates
Event | Date |
Detailed Notification Release | 08 April 2024 |
Apply Online Starts | 08 April 2024 |
Last Date to Apply Online | 07 May 2024 |
SSC CHSL Tier I Exam | 01, 02, 03, 04, 05, 08, 09, 10, 11 and 12 July 2024 |
SSC CHSL Tier II Exam | To be Announced |
SSC CHSL 2024 Apply Now
Apply Now | Click Here |