Special EMU Train For Vote Counting: আগামীকাল এই সমস্ত রুটে চলবে বিশেষ কিছু ট্রেন

Published On:

রাত পোহালে ভোট গণনা।কর্মীদের যাতকের সুবিধার জন্য চালু হচ্ছে কিছু বিশেষ ট্রেন জানালো পূর্ব রেল কর্তৃপক্ষ।বর্তমানে ট্রেনগুলি অত্যন্ত ভিড় হওয়ায় কর্মীদের জন্য সমস্যা হতে পারে।তাই শিয়ালদা লগ্ন অঞ্চলে চলবে কিছু বিশেষ ট্রেন।

Special EMU Train For Vote Counting

রাত পোহালেই শুরু হয়ে যাবে ভোট গণনা। সময়ের মধ্যেই কর্মীদের পৌছাতে হবে নিজ নিজ কেন্দ্রে। কর্মীদের যাতায়াতের যেন কোন সমস্যা না হয় সেজন্য পূর্ব রেল কর্তৃপক্ষ তথা সোমবার একটি বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ ট্রেনের ঘোষণা করেছে। 

Indonesia Tsunami Alart: ইন্দোনেশিয়ায় হতে পারে সুনামি ? সতর্কতা দিলো সরকার

স্পেশাল কোন ট্রেন কোন রুটে কখন ছাড়বে ?

আগামীকাল ভোট গণনার জন্য স্পেশাল কিছু ইএমইডি ট্রেন শিয়ালদা ডিভিশনে চলবে। নির্বাচন আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক রেল কর্তৃপক্ষের কাছে আগেই এই জন্য অনুরোধ করেছিল। 

শুধুমাত্র সকালে একটি বিশেষ ট্রেন চালানো হবে। এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকাল 04 : 50 মিনিটে এবং ট্রেনটি ক্যানিং পৌঁছাবে সকাল 06 : 03 মিনিটে। ভোট কর্মীদের সুবিধার্থে ট্রেনটি সকল স্টেশনেই দাঁড়াবে।

কী বলছেন রেল কর্তৃপক্ষ ?

পূর্ব রেলের মুখ্য কৌশিক মিত্র বলেছেন আগামীকাল ভোট গণনা। কর্মীদের মধ্যে এমনিতেই থাকবে অনেক চাপ। উপরন্তু তাদের সময়মতো পৌঁছাতে না পারলে হবে আরও সমস্যা। সে জন্য তাদের যাতাযাতা সুনিশ্চিত করতে এবং সময়ের আগে গন্তব্যস্থলে পৌঁছে দিতে শুধুমাত্র ভোট কর্মীদের জন্য আগামীকাল এই ট্রেনটি চালানো হবে। যাতে করে তারা সুস্থভাবে নিজেও নিজের কেন্দ্রে পৌঁছাতে পারেন।

রেল কর্তৃপক্ষ পূর্বে এই ধরনের কাজ করেছে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad