Shiksha Ratna Awards 2024: পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জিলা স্কুলের অন্তর্গত শিক্ষক পেলেন শিক্ষারত্ন। বাঁকুড়া জিলা স্কুলে ইংরেজি বিষয় পড়ান রক্তিম মুখোপাধ্যায়। তিনি এই বছর অর্থাৎ ২০২৪ এ পেলেন শিক্ষারত্ন, তার সঙ্গে উজ্জ্বল করলেন বাঁকুড়ার নাম। শিক্ষক দিবসের আগেই শিক্ষক মহাশয় অর্জন করলেন শিক্ষারত্ন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল দেখা যায় বাঁকুড়া জেলায়।
Shiksha Ratna Awards 2024 in Bankura
স্কুল চলাকালীন সময়ে তিনি শিক্ষার সাথে সম্পর্কিত নয় এমন কোনো কাজে যুক্ত থাকতেন না। স্কুলে এসে পুরো সময়টা ছাত্র ছাত্রীদের সাথে পড়াশোনা বিষয় নিয়ে আলোচনা করেন। রুটিন অনুযায়ী ক্লাস করানো। পড়াশোনার সাথে সাথে আরও বিভিন্ন আনুষঙ্গিক কাজ করেন। শিক্ষার্থীদের সঠিক পরামর্শ দেওয়া, বিভিন্ন কাজে তাদের উৎসাহ প্রদান, তাদের উন্নয়নে সাহায্য করেন তিনি। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যোগ দেওয়া এবং লোকসভা নির্বাচনের আগে ছাত্রদের নিয়ে জেলা স্কুলে ‘মক পার্লামেন্ট ‘ তৈরি করেছিলেন।
সরকারি কর্মচারীরা বায়োমেট্রিক হাজিরা এবং সাড়ে ৬টা পর্যন্ত ডিউটি করতে বাধ্য
প্রায় ১১ বছর হতে যাচ্ছে তিনি জিলা স্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন। শিক্ষক মহাশয় পূর্ব বর্ধমান জেলার গুসকরার বাসিন্দা। ICSE এবং CBSE বোর্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে BA এবং MA সম্পন্ন করেন। বিশ্বভারতী থেকে PHD করা এই শিক্ষক ২০০৪ সালের মার্চ মাসে বাঁকুড়া জিলা স্কুলে জয়েন করেন। অনলাইনে আবেদন জানানোর পর দুটি স্ক্রিনিং হয় একটি জেলাস্তরে এবং একটি রাজ্যস্তরে। এই দুটির পর ২৭শে জুলাই রক্তিমকে একটি পার্সোনালিটি টেস্ট দিতে হয়। বুধবারে মেইল এর মাধ্যমে জানতে পারেন ২০২৪ এ তিনি শিক্ষারত্ন পাচ্ছেন। রক্তিম জানান, “খবরটি শুনে তিনি খুবই আনন্দিত এবং শিক্ষক হিসাবে তিনি গর্বিত হয়েছেন।”