Schools Closed Due to Heavy Rain: গরমের ছুটি শেষ হয়ে এবার পড়তে চলেছে বর্ষার ছুটি। সবেমাত্র খুলেছিল স্কুল গুলি এরই মধ্যে আবার ছুটি। শুরু হয়েছে বর্ষাকাল। বর্তমানে প্রতিদিনের সঙ্গি হয়েছে ছাতা। প্রবল বর্ষার ফলে সমস্যায় পড়ছে গোটা দেশবাসী। রাস্তা – ঘাটে জল জমে তৈরি হচ্ছে যাতায়াতের সমস্যা। সেই কারনে (Schools Closed Due to Heavy Rain) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কয়েকটি রাজ্যের স্কুলে দেওয়া হবে বর্ষার ছুটি।তবে, পশ্চিমবঙ্গে বর্ষার জন্য কোন স্কুল কলেজে ছুটি বলে ঘোষিত হয়নি।
Schools Closed Due to Heavy Rain
এক মাস আগেও তীব্র গরমে পুড়ছিল পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য গুলো। রাজ্যের অনেক স্কুলে শুরু হয় মর্নিং ক্লাস। গরমের ছুটিও পড়েছিল বেশ কয়েকমাস। সেই ছুটি শেষ হয়ে কয়েকদিন আগেই খুলল স্কুল। শুরু হয়েছিল পড়াশোনা। কিন্তু ভারী বৃষ্টিতে নাজেহাল একাধিক রাজ্য। জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তাই কিছুদিনের জন্য (Schools Closed Due to Heavy Rain) স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Railway Job Recruitment 2024: রেলে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ
কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। লাল সতর্কতা জারি হয়েছে গুজরাটে। কমলা সতর্কতা জারি হয়েছে মধ্যপ্রদেশ , গোয়া। উত্তর ভারতের কিছু রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড-এর কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই কারনে (Schools Closed Due to Heavy Rain) উত্তরাখণ্ড সরকার স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে। তবে, পশ্চিমবঙ্গে বর্ষার জন্য কোন স্কুল কলেজে ছুটি বলে ঘোষিত হয়নি। বর্তমানে এই ব্যাপার নিয়ে চিন্তিত নয় শিক্ষা দপ্তর।