SBI Whats App Banking Services New Updates 2024: গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসল SBI, এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানতে পারবেন ব্যাংকের সমস্ত তথ্য।
SBI Whats App Banking Services New Updates 2024
SBI Whats App Banking : ভারতবর্ষের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ব্যাংকিং পরিষেবাকে গ্রাহকদের কাছে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সংযুক্ত করেছিল নিজের গ্রাহকদের সুবিধার্থে। যদিও বহু গ্রাহকদের কাছে আজও অজানা আছে এই ব্যাংকিং পরিষেবার কথা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক চালু করা এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি কি পরিষেবা পাবে গ্রাহকরা
Whatsapp এর মাধ্যমে গ্রাহকরা যেসব সুবিধা গুলি পাবেন যেগুলি হল –
- গ্রাহকরা তাদের এসবিআই ব্যাংক একাউন্টে থাকা ব্যালেন্স চেক করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
- গ্রাহকরা নিজের একাউন্টের শেষ ১০ টি লেনদেনের মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন।
- একাউন্ট স্টেটমেন্টও জানা যাবে এই পরিষেবার মাধ্যমে, তবে এক্ষেত্রে ২৫০ টি লেনদেনের তথ্য পাওয়া যেতে পারে।
- ঋণ সম্পর্কিত যে কোন স্টেটমেন্ট যেমন গৃহঋণ, পরিবহন ঋণ এবং শিক্ষা ঋণের সুদের শংসাপত্র ইত্যাদি সম্পর্কেও জানা যায়।
- এছাড়াও কার লোন, গোল্ড লোন এবং এডুকেশন লোন ইত্যাদি সম্পর্কেও জানা যায় এই পরিষেবার মাধ্যমে।
- পেনশন স্লিপ সার্ভিস সম্পর্কে জানা যায়।
- রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট ইত্যাদির সুদের হার সহ অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যায়।
- এনআরআই পরিষেবা যেমন এনআরআই একাউন্টের বৈশিষ্ট্য, সুদের হার সম্পর্কে তথ্য জানা যায়।
WB Scholarship 2024 Apply Now For SC ST OBC : মিলতে পারে সর্বোচ্চ ২৮ হাজার টাকা
কিভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস
- সর্বপ্রথম গ্রাহকদের তাদের নিজের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাউন্টে থাকা নথিভুক্ত মোবাইল নাম্বার দিয়ে WAREG ACCOUNT NUMBER লিখে +917208933148 নম্বরে এসএমএস করতে হবে,
- উপরের কাজটি করলে গ্রাহকদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং তাদের মোবাইল নম্বরে এসবিআই কর্তৃক একটি মেসেজ পাঠানো হবে,
- এরপর গ্রাহকদের তাদের নিজস্ব WHATSAPP নম্বর থেকে 9022690226 নম্বরে ‘ হাই’ লিখে পাঠাতে হবে,
- এরপর WHATSAPP এর মাধ্যমে তিনটি অপশন পাবে গ্রাহকরা যথা ব্যালেন্স ,মিনি স্টেটমেন্ট ও অন্যান্য পরিষেবা।গ্রাহকরা তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিকল্প বেছে নেবে।
SBI Whats App Banking
এছাড়াও গ্রাহকরা https://sbi.co.in/hi/web/personal-banking/digital/whatsapp-banking এই লিংকে প্রবেশ করে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ও কিউআর কোড স্ক্যান করেও এই পরিষেবা নিজেদের মোবাইলে চালু করতে পারে। এক্ষেত্রেও রেজিস্ট্রেশনের পর 9022690226 নম্বরে হাই লিখে পাঠাতে হবে। এরপর ব্যাংকের পক্ষ থেকে পাঠানোর পরবর্তী নির্দেশ অবলম্বন করলেই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা চালু হয়ে যাবে।