Ramakant Munjal Scholarship 2024: ছাত্রছাত্রীরা পাচ্ছে সাড়ে ৫ লক্ষ টাকার স্কলারশিপ

Published On:

Raman Kant Munjal Scholarship 2024 apply Online: বর্তমানে মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিক্ষার খরচও বাড়ছে। তবে আর্থিক সমস্যা যেন কখনই শিক্ষার পথে বাঁধা না হয়, সেজন্য রয়েছে একাধিক স্কলারশিপ প্রকল্প। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাইভেট কোম্পানি ও এনজিওরাও (NGO) মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে। এর মধ্যে অন্যতম হলো Hero Fincorp এর রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ।

এটি একটি যৌথ প্রাইভেট স্কলারশিপ, যেখানে সর্বোচ্চ ৫.৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যায়। আজকের প্রতিবেদনে রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপের আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Raman Kant Munjal Scholarship 2024 apply Online

Hero Fincorp ও রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালু হওয়া এই স্কলারশিপে যোগ্য পড়ুয়ারা বছরে সর্বাধিক ৫,৫০,০০০ টাকার বৃত্তি পাবে, যা শিক্ষার খরচে সহায়তা করবে। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী পড়ুয়ারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে।

OASIS Scholarship New Update: কবে পাওয়া যাবে 2023-24 সালের স্কলারশিপের টাকা?

Raman Kant Munjal Scholarship 2024 eligibility criteria

  • শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদনের জন্য যোগ্য।
  • যে সকল পড়ুয়াদের পারিবারিক বার্ষিক ইনকাম ৪ লাখ টাকার নিচে তারাই করতে পারবে।
  • আবেদনে ইচ্ছুক সকল পড়ুয়াদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে।

নির্দিষ্ট কিছু কোর্সের তালিকা দেওয়া হয়েছে, যেখানে ভর্তি হয়ে পড়াশোনা করলে এই স্কলারশিপ পাওয়া যাবে। কোন বিষয়গুলোতে স্কলারশিপ পাওয়া যাবে, তার তালিকা নিচে দেওয়া হলো।

B.Com Bachelor of Management Studies Bachelor of Banking and Insurance 
B.Sc in Statistics BETA Bachelor of Accounting and Finance 
Bachelor in Business Studies B.A in EconomicsBBA

Raman Kant Munjal scholarship 2024 application form

অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, জানুন প্রতিটি ধাপ:-

  • Raman Kant Munjal scholarship official website: প্রথমে Buddy4Study এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানেই আবেদন জমা নেওয়া হবে।
  • এরপরে এখানে পড়ুয়াদের নাম, ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • রেজিষ্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • সবশেষে ফর্ম ফিলাপ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Raman Kant Munjal scholarship Documents

  • আধার কার্ড
  • দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট
  • পাসপোর্ট সাইজ ফোটো
  • ইনকাম সার্টিফিকেট
  • মা বাবার আধার ও প্যান কার্ড
  • নতুন কোর্সে ভর্তি হয়েছে তার প্রমাণ পত্র
  • আবেদনকারীর বাবা-মায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট 
  • এফিডেভিট (তথ্য সঠিক হওয়ার স্বীকারোক্তি)

Helpline Number

আবেদন করার সময় কোনো সাহায্যের প্রয়োজন হলে অফিসিয়াল হেল্পলাইন নম্বর 011 430-92248-এ ফোন করে যোগাযোগ করতে পারেন। অফিসিয়াল আবেদনের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদনের শেষ তারিখ০৫/০৯/২০২৪
WebsiteView
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad