Post Office GDS Recruitment 2024 : মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে আজকের পোস্টটি তোমার জন্য। Post Office Recruitment বা পোস্ট অফিসে চাকরির সুযোগ পেতে চলেছেন সকলে। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ (India Post Department) ঘোষণা করেছে একাধিক শূন্য পদে GDS কর্মী নিয়োগ করার হবে । যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন এখানে। নিয়োগ পাওয়া প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে নিজের জেলাতেই ।
Post Office GDS Recruitment 2024
Post Office GDS Recruitment 2024 : যারা নিযুক্ত হবেন তাদের দেওয়া হবে মাসিক বেতন , বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা।এত ভালো সুযোগ হাত ছাড়া করা কোন ভাবে উচিত কাজ হবে না। এখনই বিস্তারিত ভাবে জেনে আবেদন করে ফেলুন। আর এখনকার দিনে অনেকেই সরকারি চাকরির (Government Job) খোঁজ করেন, তারা এই Post Office Recruitment বা পোস্ট অফিসে চাকরির জন্য বিস্তারিত জেনে নিন।
শূন্য পদের সংখ্যা
Post Office GDS Recruitment 2024 : ভারতীয় ডাক বিভাগ GDS পদে কর্মী নিয়োগের (Group D Post Office Recruitment) জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করছে। মোট 35000 টি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন (Post Office Recruitment Official Notification).
WB ICDS Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
- আবেদন শুরু :: 15 ই জুলাই 2024
- আবেদন শেষ :: 5 ই আগস্ট 2024
- অ্যাপ্লিকেশন কারেকশন :: 6 ই আগস্ট 2024
Download Notice | Download |
Website | indiapostgdsonline.gov.in |