New Update For WBCHSE Student 2024 : আর কয়েকদিন পরেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ( Higher Secondary Exam : WBCHSE)।সকল পরীক্ষাতে এখন খুব উদ্বিগ্নে আছে , পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সংশয় রয়েছে তাদের মনে। সকলে এখন বইয়ের পাতায় চোখ মেলাতে ব্যস্ত। এদিকে সরকার কর্তৃক নতুন কিছু নিয়ম জারি করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেগুলি সকলের জেনে থাকা জরুরী।
New Update For WBCHSE Student 2024 : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম
বিভিন্ন কারণে যেমন প্রশ্ন ফাঁস, ভুল প্রশ্ন আরো অন্যান্য কারণে প্রতিনিয়তই শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তন হচ্ছে খাতা দেখার নিয়ম কানুনও। ঠিক এবারও একটি এরকম বড় পরিবর্তন করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা লাভবান হবেন।
New Update For WBCHSE Student 2024 : কি বলা হচ্ছে এই নতুন নিয়মে ?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার গতি বাড়ানোর লক্ষ্যে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অফিসে অনলাইনে পরিবেশন করার জন্য একটি নতুন পোর্টাল উদ্বোধন করেন।
আরো পড়ুন
WBPSC Clerkship Exam Date 2024 – Click Here
New Update For WBCHSE Student 2024 : এই নতুন পোর্টালটি করার সুবিধা কি ?
এর ফলে পরীক্ষার্থীরা তাদের সঠিক নম্বরটি খুব তাড়াতাড়ি জানতে পারবেন এবং বোর্ডের তরফ থেকে কোনরূপ ভুল হওয়ার আশঙ্কা থাকবে না।
New Update For WBCHSE Student 2024 : কিভাবে কাজ করবে এই নতুন পোর্টালটি বা নিয়মটি ?
পরীক্ষার্থীদের খাতা দেখার পর পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর প্রথমে সরাসরি উচ্চ মাধ্যমিক কাউন্সিল পোর্টালের প্রধান শিক্ষকদের দ্বারা আপলোড করা হবে।
এরপর ম্যানুয়াল অঞ্চলের যে সমস্ত অফিসারেরা আছেন তাদের মাধ্যমে কাউন্সিলের ওই নতুন পোর্টালে পুনরায় আরেকবার নাম্বারটি বসানো হবে।
একটি স্টুডেন্টের নাম্বার দুজন দুটি জায়গা থেকে আপলোড করবেন।এক্ষেত্রে নাম্বার বসানোর সময় যিনি নাম্বার বসাবেন তাকে টাইপ করেই নাম্বার বসাতে হবে।তিনি কপি পেস্ট করে নাম্বার বসাতে পারবেন না।
এক্ষেত্রে দুজন ব্যক্তির দুটি নাম্বার বসাতে কোন ভুল ত্রুটি থাকলে সেটি মেসেজ দিয়ে দেবে।
New Update For WBCHSE Student 2024 : এর ফলে কি কি সুবিধা পাওয়া যাবে?
শিক্ষার্থীদের নাম্বার এর কোন ভুল ত্রুটি হবে না।
তারা যে হার্ড কপি রেজাল্টটি পাবে সেটি সঠিক হবে একদম।
সবথেকে বড় কথা সময়ের সাশ্রয় হবে অনেক।
New Update For WBCHSE Student 2024 : এর আগে কিভাবে খাতা দেখা এবং রেজাল্ট প্রস্তুতির কাজ হতো ?
আগের প্রক্রিয়াগুলি হত হাতে লেখার মাধ্যমে। এর ফলে অনেক সময় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো এবং সময়ও অনেক বেশি লাগতো।