New Chapter Add in School: শিক্ষা দপ্তরের নতুন নোটিশ, এবার থেকে পড়তে হবে নেতাজি ও স্বামীজির বই। আবারও স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে পরিবর্তন। সিলেবাসে যুক্ত করা হবে একটি করে নতুন পাঠ্য বই। পড়ানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের লেখা বই। পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
নেতাজির “ তরুণের স্বপ্ন “ যুক্ত হল মাধ্যমিকের সিলেবাসে
এবার থেকে মাধ্যমিকের পড়ুয়ারা পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা “ তরুণের স্বপ্ন “। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বইটি মাধ্যমিকের সিলেবাসে নতুন যুক্ত করা হল। তবে এই পাঠ্য পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। পরীক্ষার সঙ্গে এই পাঠের কোনো সম্পর্ক নেই।
ICDS Admit Card 2024: ডাউনলোড করেনিন ICDS পরীক্ষার এডমিট কার্ড
তরুণের স্বপ্ন (Taruner Swapno) বিষয়বস্তু:
“ তরুণের স্বপ্ন ” নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাগারে বন্দী অবস্থায় থাকাকালীন লেখা। কারাগারে বন্দী থাকা অবস্থায় নেতাজি দেশের মানুষকে স্বাধীনতার চেতায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন উপায়ে অনেক বার্তা পাঠান। ১৫০ টি চিঠির সংকলন করে নেতাজী রচনা করেন তরুণের স্বপ্ন। যার মধ্যে ২৪টি চিঠি ছিল নেতাজির নিজের লেখা। এই রচনায় যুক্ত হবে মাধ্যমিকের সিলেবাসে অতিরিক্ত পাঠ্য হিসাবে।
স্বামীজির “ কল টু দ্য নেশন” যুক্ত হল উচ্চ মাধ্যমিকের সিলেবাসে
উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা পড়বে স্বামীজির “ কল টু দ্য নেশন “। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন এই পাঠ্যটি যুক্ত করা হল। কিন্তু এই পাঠ্যটি পরীক্ষার কোনো অংশ নয়।
কল টু দ্য নেশন (Call to The Nation) বিষয়বস্তু:
স্বামী বিবেকানন্দের “কল টু দ্য নেশন” বইটি যুবসমাজের জন্য লেখা। এতে নৈতিকতা, চরিত্র গঠন, এবং মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ছাত্রছাত্রীরা এই বইটি পড়লে জীবনে মূল্যবান জ্ঞান অর্জন করতে পারবে। পড়ুয়াদের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান বাড়াতে শিক্ষা দপ্তর এই পাঠ্য বইটি সিলেবাসে যুক্ত করেছে।
সভাপতির মতামত:
উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন, বর্তমানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চালু হওয়ায় সবার আগে পড়ুয়াদের প্রথম সেমিস্টারের রেজাল্ট দেখতে হবে। এই পাঠ্য বইটি বাধ্যতামূলক নয়, ছাত্র ছাত্রীরা নিজেদের ইচ্ছানুসারে পড়তে পারে। বই সংসদের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে বিনামূল্যে প্রদান করা হবে।
শিক্ষাদপ্তর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ্যক্রমে যুব সমাজের পথদর্শক হিসাবে দুটি নতুন বই যুক্ত করছে, যা ২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। আশা করা যায়, এই পাঠ্য বই দুটি পড়লে পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম এবং মূল্যবোধ সম্পর্কে জ্ঞান বাড়বে।