National Ayush Mission: আয়ুষ প্রকল্পে চাকরি! আবেদন শুরু মাধ্যমিক পাসেই

Published On:

National Ayush Mission Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় আয়ুষ মিশন প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। এই পোর্টালে www.wbhealth.gov.in বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তাহলে চলুন দেরি না করে জেনেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতন সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে।

National Ayush Mission Recruitment 2024

পোস্টের নামঃ এখানে একাধিক পদে নিয়োগ করা হবে।

পোস্টের নামঃ এখানে একাধিক পদে নিয়োগ করা হবে।

  • Pharmacist (ফার্মাসিস্ট)
  • Yoga Professional (যোগা প্রোফেশনাল)
  • Multipurpose Worker (মাল্টিপারপাস ওয়ার্কার)

মোট শুন্যপদঃ এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

বয়সসীমাঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

IIT Kharagpur Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই IIT খড়গপুরে চাকরি

বেতনঃ এই পদে (National Ayush Mission Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন আলাদা আলাদা রয়েছে।

  • Pharmacist (ফার্মাসিস্ট) পদের মাসিক বেতন ২০,০০০/- টাকা।
  • Yoga Professional (যোগা প্রোফেশনাল) পদের মাসিক বেতন ২৮,০০০/- টাকা।
  • Multipurpose Worker (মাল্টিপারপাস ওয়ার্কার) পদের মাসিক বেতন ১৫,০০০/- টাকা।

যোগ্যতাঃ এই পদে (National Ayush Mission Recruitment 2024) আবেদন জানাতে প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। একাধিক পদে নিয়োগ হওয়ায় প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে।

SSC GD Exam Crack: পরীক্ষার বিস্তারিত আলোচনা এবং প্রস্তুতি।

Pharmacist (ফার্মাসিস্ট) পদে আবেদন করতে

  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে হোমিওপ্যাথি ফার্মাসি বিষয়ে শংসাপত্র বা Diploma ডিগ্রী থাকতে হবে। এছাড়া কম্পিউটারের কাজে দক্ষতা সম্পন্ন হতে হবে।

Yoga Professional (যোগা প্রোফেশনাল) পদে আবেদন করতে

  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে যোগা ইনস্ট্রাক্টরের এক বছরের সার্টিফিকেট বা Diploma ডিগ্রী থাকতে হবে।

Multipurpose Worker (মাল্টিপারপাস ওয়ার্কার) পদে আবেদন করতে

  • কম্পিউটার অপারেটিং Diploma কোর্সের সার্টিফিকেট এবং স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফিঃ এই পদে (National Ayush Mission Recruitment 2024) আবেদন করতে কোনো আবেদন ফি জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন। কিভাবে নিয়োগ হবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া আছে। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

দরকারি ডকুমেন্টস:

  • জন্ম সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ফোটো
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় সব।

আবেদন পদ্ধতিঃ আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই www.wbhealth.gov.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, পড়ে ও বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

National Ayush Mission Recruitment 2024

  • আবেদন শুরুঃ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।
  • আবেদন শেষঃ ০১/১০/২০২৪ তারিখে
NotificationDownload Now
WebsiteView
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad