Nalanda University Rebuilt a New Campus: তৈরি হল নতুন ক্যাম্পাস বিহারের সেই নালন্দায় 

Published On:

Nalanda University Rebuilt a New Campus: তৈরি হল নতুন ক্যাম্পাস বিহারের সেই নালন্দায় প্রায় 1749 কোটি টাকা দিয়ে নতুন একটি ক্যাম্পাস তৈরি করা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে। একটি সময় গোটা বিশ্বের সবথেকে উন্নত এই বিশ্ববিদ্যালয় কে বৈদেশিক আক্রমণ দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছিল। পুড়িয়ে ফেলা হয়েছিল লক্ষ লক্ষ পুস্তক ও তথ্য। কিন্তু এর ইতিহাস কোনদিনই মুছতে পারেনি কোন বৈদেশিক আক্রমণ। নতুন এই ক্যাম্পাস সম্পর্কে জানব বিস্তারিত।

জানবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত

ভারতের প্রাচীন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হল নালন্দা বিশ্ববিদ্যালয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে একটি নতুন ক্যাম্পাস যা অতীতকে মনে করাবে। এই ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় ১৭৪৯ কোটি টাকা খরচ হয়েছে । উনিশে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগীরের নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন।প্রাচীন ধ্বংসপ্রাপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরেই তৈরি হয়েছে এই নতুন ক্যাম্পাসটি।

2023 সালের G-20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসটি তৈরীর কথা জানিয়েছিলেন। যা বর্তমানে সম্পূর্ণ হলো।

একই সঙ্গে একাধিক কলেজে ২৫ টি কোর্সে আবেদন একটি পোর্টাল থেকে

বাহ্যিকভাবে এই ক্যাম্পাসে কি কি থাকছে ?

  • মোট জায়গা :: প্রায় ৪৫৫ একর জায়গা জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় টি। এটিকে নেট জিরো গ্রীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • সৌর প্ল্যান্ট :: থাকছে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। যার ফলে ক্যাম্পাসে বিদ্যুতের কোন অভাব হবে না এবং এটি অতীত কালের মতোই পরিবেশবান্ধব হবে।
  • জলাশয় :: ১০০ একরের একটি জলাশয় এখানে রয়েছে। যা পরিবেশের বাস্তুতন্ত্র বজায় রাখতে সহায়তা করবে।
  • পানীয় জল :: রয়েছে পানীয় জলের জন্য একটি জল শোধনাগার ব্যবস্থা। এখানে অতিরিক্ত বিভিন্ন জল যেগুলি কাজে লাগবে না সেগুলি নতুন করে শোধন করে বিভিন্ন ক্ষেত্রে ( যেমন কৃষি ক্ষেত্র )  কাজে লাগানো যাবে।
  • সবুজ উদ্যান :: নতুন ক্যাম্পাসে প্রায় ১০০ একর জায়গা সবুজ গাছপালার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটি পরিবেশকে স্বাস্থ্য রাখবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।

শিক্ষাক্ষেত্রে নতুন ক্যাম্পাসের ভূমিকা

  • অত্যাধুনিক একাডেমিক সিস্টেম :: রয়েছে ডিজিটাল ক্লাসরুম। অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি ক্লাস রুমগুলিতে বর্তমান। যা শিক্ষা ক্ষেত্রে অনেক দ্রুততম করে তুলবে।
  • লাইব্রেরি সুবিধা :: রয়েছে একটি সুন্দর সু গচ্ছিত লাইব্রেরী যেখানে গোটা বিশ্বের প্রায় সমস্ত পুস্তক এক রকম পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ল্যাব এবং আর্কাইভাল সেন্টারও ।
  • গুরুত্বপূর্ণ কোর্স ::  বর্তমানে প্রায় ২৬ টি দেশে পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করছে। এখানকার কতগুলি গুরুত্বপূর্ণ কোর্স হল পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরাল রিসার্চ কোর্স, শর্ট সার্টিফিকেট কোর্স ।এছাড়াও আন্তর্জাতিক ছাত্রদের জন্য ১৩৭ বৃত্তি প্রযোজ্য রয়েছে।
  • যোগা কেন্দ্র :: রয়েছে একটি যোগাযোগ স্বাস্থ্যের উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি গ্রাউন্ড।
  • বিভিন্ন ধরনের আলোচনার জন্য রয়েছে অডিটোরিয়াম ও কনফারেন্স হল।
  • সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে প্লাটফর্ম।
  • ক্যাম্পাসে মোট ক্লাস সংখ্যা ৪০ টি এবং দুটি একাডেমিক ব্লক রয়েছে। 
  • এই ক্লাসে প্রায় 1900 পড়ুয়া পড়াশোনা করতে পারবে।
  • হোস্টেলের অসুবিধা রয়েছে যা প্রায় ৫৫০ জনের থাকার উপযুক্ত।

অতীতের নালন্দা বিশ্ববিদ্যালয়

পঞ্চম শতাব্দীতে প্রথম নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। সারা বিশ্বের বহু পণ্ডিতের আশ্রয়স্থল ছিল এখানেই। অতীতে সারা বিশ্বের সবথেকে শিক্ষিত প্রতিষ্ঠান হল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই ঐতিহাসিক বিশ্বজয়ী বিশ্ববিদ্যালয়টিকে ১২ শতকে ধ্বংস করে দেয়া হয়েছিলখিলজি রাজবংশের হানাদাররা লুটপাট, গণহত্যা এই উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল আজ থেকে প্রায় ৮০০ বছর আগে। 2016 সালে রাষ্ট্রপুঞ্জ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর আক্ষা দেওয়া হয়েছিলনালন্দা বিশ্ববিদ্যালয়কে। 

2014 সালে নতুন করে শুরু এই বিশ্ববিদ্যালয়

  • ২০১৪ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থীকে নিয়ে নতুন করে একটি অস্থায়ী স্থান থেকে এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল পুনরায়।
  • পরবর্তীকালে বিভিন্ন সরকারি সহায়তায় ২০১৭ সালে নতুন ক্যাম্পাস তৈরির কাজ শুরু হয়।
  • অবশেষে ২০২৪ সালে নতুন একটি ক্যাম্পাসের পূর্ণতা পায় এই অতীতের নালন্দা বিশ্ববিদ্যালয়।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad