Nabanna Scholarship: রাজ্যের পড়ুয়ারা পাবে ১০ হাজার টাকা! ঘরে বসেই আবেদন

Published On:

Nabanna Scholarship 2024-25 Application: কয়েকদিন আগেই শেষ হয়েছে ২০২৩-২৪ সালের নবান্ন স্কলারশিপ আবেদন। এই বছরের মাধ্যমিক পাস করা পড়ুয়ারা অপেক্ষা করছিল ২০২৪-২৫ সালের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। অবশেষে শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া। পড়ুয়ারা ঘরে বসেই পেয়ে যাবে স্কলারশিপের বৃত্তি। আজকের প্রতিবেদনে জেনে নিন নবান্ন স্কলারশিপের নতুন আপডেট এবং আবেদন প্রক্রিয়া।

Nabanna Scholarship New Update 2024-25

WB Municipality Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভাতে চাকরি

রাজ্যের সকল পড়ুয়াদের জন্য একটি খুশির খবর। নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের আর যেতে হবে না নবান্ন অফিসে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপে বড় আপডেট হলো এবার থেকে মোবাইলে ঘরে বসেই আবেদন করা যাবে নবান্ন স্কলারশিপে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া।

ICDS Admit Card 2024: ডাউনলোড করেনিন ICDS পরীক্ষার এডমিট কার্ড

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কারা যোগ্য?

  • ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস পড়ুয়ারা আবেদন করতে পারবে।
  • আবেদন ইচ্ছুক ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে।
  • পড়ুয়াদের পারিবারিক বার্ষিক ইনকাম ১,২০,০০০/- টাকার নিচে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন মাধ্যমে আবেদন সম্পন্ন হবে। নবান্ন (Nabanna Scholarship) স্কলারশিপে আবেদন করতে প্রথমে পড়ুয়াদের এই cmrf.wb.gov.in ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। নবান্ন স্কলারশিপের বিস্তারিত জানতে, নিচের লিঙ্কে ক্লিক করুন। আবেদন সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে, নিচে দেওয়া অফিশিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। প্রতিবেদনের শেষে লিংক দেওয়া হয়েছে।

অফিসিয়াল ওয়েবসাইট View
হেল্পলাইন ফোন নম্বর033 2253 5335
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad