ভারত সফরের আগেই সামনে এলো মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর “বিষাক্ত পদক্ষেপ” !!
সম্প্রতি ভারতের বিরুদ্ধে নেওয়া আরেকটি কৌশল প্রকাশ্যে এসেছে।যেটি নিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। যদিও তাকে তাদের সেনাবাহিনীর বিরোধিতায় পিছু হটতে হয়েছে। জানা যাচ্ছে ভারতীয় সামরিক অফিসারদের পাশাপাশি সেনা চিকিৎসকদেরও তাদের দেশ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মোইজ্জু।যদিও মোহাম্মদ মোইজ্জু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন নিজস্ব সেনাবাহিনীর বিরোধিতায়।এই তথ্য জানিয়েছে মালদ্বীপের মিডিয়া পোর্টাল আধাধু।
এদিকে মালদ্বীপে থাকা সমস্ত ভারতীয় সামরিক অফিসাররা ফিরে আসার পরেই মোহাম্মদ মুইজ্জুর এই বিভ্রান্তিকর পরিকল্পনা সামনে এসেছে। জানিয়ে রাখি, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১০ই মে পর্যন্ত। আধাধুর রিপোর্ট অনুসারে – “চিকিৎসক হিসেবে কর্মরত সৈন্য ছাড়া বাকি সমস্ত সৈন্য মালদ্বীপ ছেড়ে চলে গেছে” – এমনটাই জানিয়েছেন মালদ্বীপ সরকার। সরকার জানিয়েছেন মোট 76 জন ভারতীয় সামরিক কর্মকর্তা ফিরে এসেছেন। বিদেশমন্ত্রী মুসা জমির শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানান- “গত 3 মাসে 5 টি ভিন্ন ভিন্ন তারিখে মোট 76 জন সামরিক কর্মকর্তা মালদ্বীপ ত্যাগ করেছেন।”
ভারতীয় সেনারা কোথায় কোথায় ছিলেন?
ভারতীয় 76 জন সামরিক আধিকারিক মালদ্বীপের ভিন্ন ভিন্ন 3 টি স্থানে হেলিকপ্টার ও বিমান পরিচালনায় সাহায্য করার জন্য সেখানে উপস্থিত ছিলেন।তাদের মধ্যে 26 জন সেনা হেলিকপ্টার চালানোর জন্য ছিলেন আদ্দুর্গান দ্বীপে, 25 জন সেনা হেলিকপ্টার চালানোর জন্য ছিলেন লামু কাদেধুতে এবং বাকি 25 জন সেনা ডর্নিয়ার বিমান চালাতেন ধল হানিমাধুতে। মালদ্বীপকে এই দুটি হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান উপহার দিয়েছিলেন ভারত নিজেই।
বিদেশমন্ত্রী মুসা জমির মালদ্বীপে ভারতীয় সেনা চিকিৎসকদের উপস্থিতির কথা জানিয়ে বলেছেন যে ,ভারতীয় সেনারা সেনাহিয়া সামরিক হাসপাতালে কাজ করছেন 2012 সালের সেপ্টেম্বর থেকে।ভারতীয় সেনাদের সাহায্যের জন্য অনুরোধ করেছিল MNDF অর্থাৎ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স। মুসা জানান “যদি তাঁদের (সামরিক ডাক্তারদের) উপস্থিতি দেশের স্বাধীনতাকে প্রভাবিত করে, তবে রাষ্ট্রপতি (মুইজ্জু) তাঁদের অপসারণের জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চান। যদিও, এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই।”
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু কখন ভারতে আসবেন?
এদিকে মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জমির জানান, শীঘ্রই সরকারি সফরে ভারতে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু।নয়াদিল্লিতে সফরের সময় ANI কে মুসা জমির জানান,“আমরা দিল্লি সফর নিয়ে আলোচনা করেছি। কিন্তু উভয় পক্ষের সুবিধার্থে আমরা ভেবেছিলাম একটু বিলম্ব করাই ভালো হবে। আসলে, এখনও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা রাষ্ট্রপতির শীঘ্রই দিল্লি সফর নিয়ে আলোচনা করছি।”