Legrand Scholarship: যে সকল মেধাবী ছাত্রীদের পড়াশোনা আর্থিক কারনে বন্ধ হতে চলেছে তাদের জন্য খুসির খবর। ভারতীয় মেয়েদের জন্য শিক্ষার ক্ষেত্রে রয়েছে দুর্দান্ত একটি স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র ছাত্রীদের নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়ার ইচ্ছা থাকে। তবে বিভিন্ন কারনে সেটা অনেক ছাত্র ছাত্রীদের জীবনে হয়ে ওঠেনা। পরিবারের আর্থিক সমস্যা থাকে, এছাড়া মেয়েদের ক্ষেত্রে রয়েছে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া।
মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান স্কলারশিপ প্রদান করে। আজকের প্রতিবেদনে জেনে নিন মেয়েদের শিক্ষার জন্য একটি দুর্দান্ত স্কলারশিপের ব্যাপারে।
Legrand Empowering Scholarship 2024-25
ভারতের পরিচিত ইলেট্রনিক্স কোম্পানি গুলোর মধ্যেএকটি হচ্ছে “Legrand” ইলেট্রনিক্স কোম্পানি। এই সংস্থা 2022 সাল থেকে শুরু করেছে Buddydamady এর সহায়তায় মেয়েদের জন্য একটি নতুন স্কলারশিপ প্রোগ্রাম যার নাম “Legrand Empowering Scholarship Program”।
- Legrand স্কলারশিপের যোগ্যতাঃ ভারতীয় ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭০% এর উপরে নম্বর থাকতে হবে।
- এই বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করা সকল মেধাবি ছাত্রীরা আবেদন করতে পারবে।
- যে সকল ছাত্রীরা B.Tech/ BE/B.Arch/BBA/B.COM/B.SC (Math এবং Science) গ্রাজুয়েট লেভেলে এর মধ্যে পড়াশোনা করছে তারাই আবেদনের যোগ্য।
- পরিবারের বার্ষিক ইনকাম ৫,০০,০০০/- টাকার নিচে হতে হবে।
Food SI Recruitment 2024: ফুড ইন্সপেক্টর অফিসার পদে কর্মী নিয়োগ খাদ্য দপ্তরে
Legrand স্কলারশিপে বৃত্তির পরিমাণঃ যে সকল মেধাবি ছাত্রীরা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে নির্বাচিত হবে তাদের বার্ষিক কোর্স ফি এর ৬০% এই কোম্পানি বহন করবে বা ৬০,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া পড়াশোনা সংক্রান্ত সব বিষয়ে এই প্রতিষ্ঠান আর্থিকভাবে সাহায্য করবে।
নির্বাচন পক্রিয়াঃ এই সুবিধা পেতে মেধাবি ছাত্রীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে এই legrandscholarship.co.in অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
WB ICDS Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ফি পেমেন্ট সহ বর্তমানে যে কোর্সটি নিয়ে পড়ছে তার সব ডকুমেন্টস, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
আবেদন পদ্ধতিঃ
- যোগ্য ও মেধাবী ছাত্রীরা আবেদন করেত প্রথমে, এই https://legrandscholarship.co.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপরে Legrand Empowering Scholarship Program 2024-25 স্কলারশিপ বারে “Apply Now” বাটনে ক্লিক করে, আবেদন পেজটিতে “Start application button” এ ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
- সঠিক তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ছাত্রীরা নিজেদের ইমেল আইডিতে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। এছাড়া ছাত্রীরা জন্য নির্বাচিত হলে ইমেলে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Legrand Empowering Scholarship Apply Now
আবেদনের শেষ তারিখ | ১৫ জুলাই ২০২৪ তারিখে। |
Apply now | Click Here |