Krishi Viswavidyalaya Recruitment 2024: রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, কৃষি বিশ্ববিদ্যালয়ে

Published On:

Krishi Viswavidyalaya Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। যে সকল চাকরি প্রার্থীরা বর্তমানে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য রইল ক্লার্ক পদে চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের দপ্তরের তরফ থেকে এই www.ubkv.ac.in পোর্টালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। তাহলে চলুন জেনে নিন আবেদন পদ্ধতি, যোগ্যতা সহ খুঁটিনাটি বিষয়গুলো।

Krishi Viswavidyalaya Recruitment 2024

  • নিয়োগ সংস্থাঃ রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় (Krishi Viswavidyalaya)
  • পোস্টের নামঃ Junior Clerk, Technical Assistant, Field Assistant
  • মোট শুন্যপদঃ এখানে মোট ৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। ( বিভিন্ন শ্রেণিতে পদ ভাগ করা আছে) এই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে অবশ্যই দেখে ও বুঝে নিতে হবে।
  • বয়সসীমাঃ ০১/০১/২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে SC/ ST শ্রেণির প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে অর্থাৎ তাদের বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

New Rules for Madhymik Exam: মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়মাবলি , জানুন বিস্তারিত

  • বেতনঃ এখানে একসাথে একাধিক পদে নিয়োগ হওয়ায় প্রত্যেক পদের নির্দিষ্ট বেতন রয়েছে। Junior Clerk পদে নির্বাচিত প্রার্থীর প্রতি মাসে বেতন রয়েছে ২৭,০০০ টাকা। আবার Technical Assistant পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে ৩৫,৮০০ টাকা। এছাড়া যে প্রার্থী Field Assistant পদের জন্য নির্বাচিত হবে তাকে প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ৩০,৩০০ টাকা
  • যোগ্যতাঃ এখানে একটি নির্দিষ্ট পদে নিয়োগ না হওয়ায় প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনি কোন পদটির জন্য যোগ্য জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।
  • আবেদন ফিঃ এই পদে (Krishi Viswavidyalaya Recruitment 2024) আবেদনের জন্য সাধারন প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে ৫০০/- টাকা জমা দিতে হবে। এছাড়া SC/ ST প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে ২৫০/- টাকা।
  • নিয়োগ পদ্ধতিঃ যোগ্য প্রার্থীদের টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। এছাড়া বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি অনুসরন করতে হবে।

আবেদন পদ্ধতি

  • অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
  • প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে,এরপর বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্রটি রয়েছে। ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে।
  • এরপরে হাতে কলমে সুন্দর এবং সঠিক ভাবে ফিলাপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে।
  • আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় Office of the Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O. Pundibari, Dist. Cooch Behar, Pin-736165, West Bengal। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

Download Application & Apply Now

আবেদন শেষ ২৬ জুলাই ২০২৪ তারিখে।
Websiteubkv.ac.in
NoticeDownload Now
Application FormDownload
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad