Kolkata Police Mock Test 02 : আজ কলকাতা পুলিশের সম্পূর্ণ ১০০ নম্বরের প্রথম মক টেস্ট দেওয়া হবে। মকটেস্টটি কলকাতা পুলিশ পরীক্ষা উপযোগী। মক টেস্টের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে সে গুলি হল Gk , Math এবং GI । আর দেরি না করে এখনি সংগ্রহ করে ফেলো।
Kolkata Police Mock Test 02
অবশ্যই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে সর্বপ্রথম।
Join Telegram | Click Here |
Join Whats App Channel | Click Here |
Time | 08:00 pm |
কিভাবে ডাউনলোড করব কলকাতা পুলিশ মক 02
Kolkata Police mock test 2 PDF টি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে। এই মক টেস্ট টি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ( Target Berhampore ) জয়েন করতে হবে সর্বপ্রথম।
Step 01: এরপর সেখানে একটু উপরের দিকে পোস্ট সক্রল করলে পিডিএফটি পেয়ে যাবে।
Step 02 : অথবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন এর পাশে থাকা ফাইল অপশনে ক্লিক করে সহজেই পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলো।
কলকাতা পুলিশ পরীক্ষার নম্বর বিভাজন
General Knowledge | 40 M.C.Q |
Math | 30 M.C.Q |
Reasoning | 30 M.C.Q |
Total | 100 M.C.Q |
কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস
- Math : সংখ্যা পদ্ধতি, সুদ, ছাড়, অনুপাত এবং অনুপাত, গড়।, শতাংশ।, লাভ এবং ক্ষতি, অনুপাত এবং সময়, পরিমাপ, মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ, সময় এবং কাজ, সময় এবং দূরত্ব, সংখ্যা, দশমিক এবং ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, এর ব্যবহার সারণী এবং গ্রাফ, সম্পূর্ণ সংখ্যার গণনা
- GK : রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি, বর্তমান ঘটনা, উদ্ভাবন এবং আবিষ্কার, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি এবং শিল্প
- Reasoning : Statement & Condition, Statements & Conclusions, Calendars, Quant-Based Reasoning etc, Linear Sequencing, Selections, Directions, Ordering & Sequencing, Routes & Networks, Blood Relations, Cubes, Binary Logic, Seating Arrangementl
কলকাতা পুলিশ পরীক্ষার সময়সীমা
Kolkata Police Mock Test 02 : 60 মিনিট।
Kolkata Police Constable Recruitment 2024 : বিজ্ঞপ্তি বিস্তারিত
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পুলিশ |
পদের নাম | কনস্টেবল ও লেডি কনস্টেবল |
শুন্যপদ | ৩৭৩৪টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | prb.wb.gov.in |
শূন্য পদের সংখ্যা
পদের নাম | শুন্যপদ |
কনস্টেবল | ৩৪৬৪টি |
লেডি কনস্টেবল | ২৭০টি |
মোট | ৩৭৩৪টি |
শিক্ষাগত যোগ্যতা :
Kolkata Police Constable Recruitment 2024 : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা
Kolkata Police Constable Recruitment 2024 : ১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি
Kolkata Police Constable Recruitment 2024
- প্রিলিমিনারি পরীক্ষা
- শারীরিক পরিমাপ পরীক্ষা
- শারীরিক দক্ষতা পরীক্ষা
- মেন পরীক্ষা
- ইন্টারভিউ