কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সিডেন্টের আসল তথ্য জানা গেল

Published On:

Kanchanjunga Express hit by goods train in Bengal’s Siliguri: রেল কর্তৃপক্ষের দাবি দোষ মালগাড়ির । মালগাড়িটিস সিগন্যালের ওপর ভালোভাবে নজর না রেখে এগিয়ে গিয়েছেন। এ লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল সেই লাইনেই ঢুকে পড়ে এবং পিছন থেকে গিয়ে ধাক্কা মারে। 

কি কারনে হলো এই এক্সিডেন্ট ?

রেলের তরফ থেকে জানানো হয়েছে সিগন্যাল ফেল করার কারণে মাল গাডিটি লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে কন্ট্রোল রুমে এসে পড়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে সম্পূর্ণ বিষয়টির উপর নজর রাখছেন তিনি।

দুর্ঘটনাটি ঘটেছে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গায়। ওইখানে উপস্থিত বাসিন্দারা জানিয়েছেন চলমান ট্রেন থেকে হঠাৎ করে একটি পিছন থেকে দ্রুতগতিতে আসা মালগাড়ি ধাক্কা মারে। যার ফলে পিছনের দিকের দুটি ট্রেনের কামরা মালগাড়ির উপরে উঠে যায়। মৃত এবং আহত বেশ কিছু জন হয়েছে।

জানা গিয়েছে মালগাড়িটি ওভারলোড ছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর গতিবেগ ছিল ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। সেই তুলনায় মালগাড়ি ও যথেষ্ট গতিবেগেই ছিল।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad