Kalyani AIIMS Recruitment 2024: কল্যাণীর AIIMS -এ চাকরির সুযোগ! শুরু হয়েছে আবেদন

Published On:

Kalyani AIIMS Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের পুরুষ ও মহিলা সকলের রয়েছে কল্যাণীর AIIMS -এ চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) কল্যাণী দপ্তরের তরফ থেকে এই aiimskalyani.edu.in পোর্টালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তাহলে চলুন জেনেনিন কীভাবে আবেদন করবেন, কত রয়েছে বেতন সহ সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে।

Kalyani AIIMS Recruitment 2024

  • নিয়োগ সংস্থাঃ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) কল্যাণী দপ্তর
  • পোস্টের নামঃ Professor, Additional Professor, Associate Professor
  • মোট শুন্যপদঃ এখানে মোট 50 জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। কোন পদে কত জন কর্মীকে নিয়োগ করা হচ্ছে জানতে, বিজ্ঞপ্তিটি দেখেনিন।

Railway Apprentice Recruitment 2024: বিনামূল্যে প্রশিক্ষণ ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ

  • বয়সসীমাঃ ১৮ থেকে ৫৮ বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখেনিন।
  • বেতনঃ এই পদে (Kalyani AIIMS Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে ১,০১,৫০০/- টাকা থেকে ১,৬৮,৯০০/- টাকা।
  • যোগ্যতাঃ আবেদন ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। এছাড়া আলাদা আলাদা পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে।
  • আবেদন ফিঃ এই পদে (Kalyani AIIMS Recruitment 2024) আবেদন করতে কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।
  • নিয়োগ পদ্ধতিঃ বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, পড়ে ও ভালোভাবে বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন।
  • আবেদন পদ্ধতিঃ
    • আবেদন চলবে অনলাইন মাধ্যমে।
    • প্রথমে অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
    • সঠিক তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
    • প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • আবেদন শুরুঃ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা সঠিক সময়ে আবেদনপত্র জমা করুন।

Download Notice & Apply

WebsiteClick Here
DownloadClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad